ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুবিনা আক্তারের ‘বিউটিফুল এঞ্জার’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 রুবিনা আক্তারের ‘বিউটিফুল এঞ্জার’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানমন্ডি গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে ‘বিউটিফুল এঞ্জার’ শীর্ষক রুবিনা আক্তারের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী। চিত্রকর্ম ও কারুশিল্প দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। গত ৭ ফেব্রুয়ারি এই প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনী খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। গত ৬ ফেব্রুয়ারি এই প্রদর্শনীর উদ্বোধন করে বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, সাংবাদিক নাদিম কাদেরী এবং চিত্রশিল্পী শামীম সুব্রানা। শিল্পী রুবিনা আক্তার একজন ফ্যাশন ও ইনটেরিয়র ডিজাইনার পাশাপাশি ছবিও আঁকেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে ঘর সাজানো থেকে প্রাত্যহিক ব্যবহারের নানা সামগ্রী। এ যেন চিত্রকর্ম, ঘরসজ্জা আর ফ্যাশন ডিজাইনের সম্মিলিত উপস্থাপন। রঙের ব্যবহার আর তুলির আঁচড়ে প্রতিটি শিল্পকর্ম, ফুটিয়ে তোলা হয়েছে লোকজ আঙ্গিকে। কখনও ফুল, লতাপাতা আবার কখনও নারীর অবয়ব। গাঢ় রঙের ব্যবহার কাজগুলোকে প্রাণবন্ত করে তুলেছে।
×