ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরাণীগঞ্জে পানির অভাবে অগ্নি নির্বাপণ ব্যাহত

প্রকাশিত: ০৪:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

কেরাণীগঞ্জে পানির অভাবে অগ্নি নির্বাপণ ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, কেরাণীগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ॥ কেরাণীগঞ্জে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ, শিল্প কারখানা ও মার্কেট তৈরি করায় প্রায়ই অগ্নিকা-ের ঘটনা ঘটে। সরকারের নিয়মনীতি না মেনে রাজউকের কোন অনুমোদন না নিয়েই তারা বড় বড় শপিংমল ও বাড়িঘর তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কারখানা গড়ে তুলেছে। বিশেষ করে শুভাঢ্যা, আগানগর, চুনকুটিয়া, কদমতলী, কালীগঞ্জ, চর কালীগঞ্জ, খেজুরবাগসহ পারগে-ারিয়া এলাকায় প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা গড়ে উঠেছে। ওই সব এলাকাগুলোতে অতি সরু গলি হওয়াতে কোথাও কোন অগ্নিকা- ঘটলে সেখানে দমকল কর্মীরা গাড়ি নিয়ে পৌঁছতে পারে না। আর এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আর ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেড়ে যায়। তাছাড়া কেরাণীগঞ্জে খাল-বিল, পুকুর, ডোবা-নালাগুলো অপরিকল্পিতভাবে ভূমিদস্যুরা ভরাট করে ফেলায়, উপজেলার কোথাও অগ্নিকা-ের ঘটনা ঘটলে দমকল বাহিনী পানির অভাবে অগ্নিনির্বাপক ব্যাহত হয়। কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সজীব সরকার বলেন, এখানে গত ১২ বছরে ৫ শতাধিক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর উদ্ধার করা গেছে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ। এ ছাড়া পোস্তাগোলা ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কেরাণীগঞ্জে ১০ হাজারেরও বেশি তৈরি পোশাক কারখানা ও শো-রুম রয়েছে। কাপড়ের প্রধান শত্রু আগুন। প্রতি বছরই এখানে অগ্নিকা-ের ঘটনা ঘটছে। কিন্তু কোন প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপকের কোন ব্যবস্থা নেই। তাছাড়া সরু পথ হওয়াতে কোথাও অগ্নিকা- ঘটলে গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সময়মতো পৌঁছতে পারে না। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে যায়।
×