ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

প্রকাশিত: ০৬:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী মাহদুদ হাসান প্রিন্স, নাইম ও জুয়েল নামে আরও তিন যুবক আহত হয়েছেন। নিহত জাকির হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ আর্টিলারিতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী জানান, সোমবার দুপুর দেড়টার দিকে রৌমারীর কর্ত্তিমারী বাজার থেকে রাজিবপুর যেতে শিবেরডাঙ্গি নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় তিন মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে একটি ট্রলি ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সেনাসদস্য জাকির হোসেন যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের আব্দুল মমিনের পুত্র। দুই বছর আগে চাকরি পাওয়া জাকির হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ আর্টিলারিতে কর্মরত ছিলেন। কুষ্টিয়ায় ছাত্র নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আসিফ হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার নগর মোহাম্মদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ জগন্নাথপুর গ্রামের আসাদুল হোসেনের ছেলে এবং লাহিনী বটতৈলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ফরিদপুরে বাইসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, যাত্রীবাহী বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। সীতাকুণ্ডে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, মালবাহী ট্রাকচাপায় মোঃ অলি আহাম্মদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোট্টাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রাক মহাসড়কের কোট্টাবাজার এলাকা অতিক্রমকালে রাস্তা পার হওয়া বৃদ্ধ অলি আহাম্মদকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নান্দাইলে ট্রাকচালক সংবাদদাতা নান্দাইল ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চ-ীপাশা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক সুলায়মান (২৩) নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। নিহত সুলায়মান কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফারুক মিয়ার ছেলে। জানা যায় রবিবার রাত ১টার দিকে নান্দাইল পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই এলাকায় ঘন কুয়াশার কারণে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী ময়মনসিংহগামী (পাথরবোঝাই ) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ট্রাকচালক সুলায়মান নিহত হয়।
×