ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির আন্দোলনে অংশ নেবে জোটের শরিকরা

প্রকাশিত: ০৫:৪২, ১২ ফেব্রুয়ারি ২০১৮

 বিএনপির আন্দোলনে অংশ নেবে জোটের শরিকরা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে ২০ দলীয় জোট। এ ছাড়া এখন থেকে বিএনপি ঘোষিত খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অংশ নেবে জোটের শরিক দলগুলো। রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানোসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বর্তমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে। এ ছাড়া এখন থেকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ২০ দলীয় জোটের নেতারা অংশ নেবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মিথ্যা ও বানোয়াট মামলায় খালেদা জিয়ার রায় ও সাজার নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। ফখরুল বলেন, ভবিষ্যতে ২০ দলকে আরও সম্প্রসারণ এবং জনতার ঐক্য প্রতিষ্ঠায় কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে কথা বলেছেন। তিনি জোটের সবাইকে ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হবে বলে রবিবার বিকেলে নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার খোঁজখবর নিলেন মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা ॥ রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাত করে খালেদা জিয়ার খোঁজখবর নিলেন মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা। রবিবার বিকেল ৫ টার দিকে ওই দুই মার্কিন দূতাবাস কর্মকর্তা বিএনপি কার্যালয়ে গিয়ে প্রায় আধাঘণ্টা অবস্থান করেন। এ বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, তারা দু’জন এসেছিলেন দেখা করতে। কথা হয়েছে। তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।
×