ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৩:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮

নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ ফেব্রুয়ারি ॥ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ছোয়াব মিয়া নামে এক পাষণ্ড স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি ছোয়াব মিয়ার বাড়ি সদর উপজেলার বর্শিকুড়া গ্রামে। মামলার বিবরণে প্রকাশ, আসামি ছোয়াব মিয়া ২০১৬ সালের ২৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী শিল্পী আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন নিহতের ভাই স্বপন মিয়া বাদী হয়ে এ বিষয়ে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভাঙ্গন রোধ দাবিতে পদ্মা পারে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ ফেব্রুয়ারি ॥ চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গি ভাঙ্গার মাথা এলাকায় পদ্মা নদীর পারে এ কর্মসূচী পালিত হয়। গাজীরটেক ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ডের গ্রামগুলোতে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার দাবিতে এ কর্মসূচী পালন করা হয় গাজীরটেক ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে। গত তিন বছর ধরে গাজীরটেক ইউনিয়নের চর হেসেনপুর, জয়দেব সরকারের ডাঙ্গী, মধু ফকিরের ডাঙ্গি গ্রাম পদ্মা নদীর তীব্র ভাঙ্গনের মুখে পড়ে বাড়ি ঘর, গাছপালা ও ফসলিজমি বিলীন হয়ে যায়। এ ভাঙ্গনের হাত থেকে ওই তিন গ্রামকে রক্ষার দাবিতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
×