ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বংশালে ট্রান্সফরমার বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিশু দগ্ধ

প্রকাশিত: ০৫:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০১৮

বংশালে ট্রান্সফরমার বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিশু দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বংশালে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় এক মাদ্রাসার ছয় শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। এরা হচ্ছে মোঃ জাভেদ (৬), মোঃ মাসুদ (৮), মোঃ আশিক (১০), মোঃ মোত্তাকিন (১০), সাজ্জাদ হোসেন (১১) ও আব্দুর রহমান (১১)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কামুক্ত। এদের শরীরে ৩ থেকে ১৪ ভাগ দগ্ধ হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। বংশাল থানার এসআই শহিদুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বংশাল হাজী ওসমান গনি রোডের (আলু বাজার) মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার পাশে একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়। আতঙ্কে ছুটাছুটিতে মাদ্রাসার ছয়টি শিশু শিক্ষার্থী আহত হয়। পরে তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দগ্ধ মোত্তাকিনের দেহের ছয় ভাগ, আব্দুর রহমানের দেহের তিন ভাগ, আশিকের চার ভাগ, জাবেদের দেহের এক ভাগ ও মাসুদের দেহের ১৪ ভাগ দগ্ধ হয়েছে। ওই মাদ্রাসার শিক্ষক মোঃ নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের পাশের একটি ট্রান্সমিটার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে হুড়োহুড়িতে মাদ্রাসার ছয় শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার পাশেই থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফুলকির আগুন শিশুদের গায়ে পড়ে যায়। বার্ন ইউনিটে কয়েক ঘণ্টা চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
×