ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে শিল্প ও বাণিজ্যমেলায় র‌্যাফেল ড্র বন্ধে আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:২০, ১১ ফেব্রুয়ারি ২০১৮

বাগেরহাটে শিল্প ও বাণিজ্যমেলায় র‌্যাফেল ড্র বন্ধে আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া শিল্প ও বাণিজ্যমেলায় ‘দৈনিক স্বপ্নছোয়া’ র‌্যাফেল ড্র বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। জনস্বার্থে জেলার রামপাল উপজেলার শিকদার কাইজার ও শেখ বেল্লাল হোসেনসহ ১০জনের দায়ের করা দেওয়ানী মামলায় বুধবার দুৃপুরে বাগেরহাট সদর সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ আবু হাসান খায়রুল্লাহ এ আদেশ দেন। পাশাপাশি মেলার অবৈধভাবে র‌্যাফেল ড্র পরিচালনার জন্য আয়োজক কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলায় বাগেরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি, শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক, দৈনিক স্বপ্নছোয়া র‌্যাফেল ড্র’র স্বত্বাধিকারী আঃ রাজ্জাক, পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী কমিশনার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসককে এ মামলার বিবাদী করা হয়েছে। এ মামলা বাদী পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু বলেন, এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় সমস্যা, এলাকায় আর্থিক ক্ষতি, চুরি ডাকাতি ছিনতাই বৃদ্ধিসহ আইনশৃঙ্খলার অবনতি, র‌্যাফেল ড্র’র নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ায় এ মামলা করা হয়। মামলায় বাদী পক্ষের আরজি শুনে আদালত ‘দৈনিক স্বপ্নছোয়া’ র‌্যাফেল ড্র বন্ধে নিষেধাজ্ঞা প্রদান করেন এবং বিবাদীগণকে কারণ দর্শাতে বলেন। গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৯৯ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন করেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির মোট ৫৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×