ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফুল চাষে ব্যস্ত সময় পার করছে কলম্বিয়ার চাষীরা

প্রকাশিত: ০৪:১৯, ১১ ফেব্রুয়ারি ২০১৮

ফুল চাষে ব্যস্ত সময় পার করছে কলম্বিয়ার চাষীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ফুল চাষে ব্যস্ত সময় পার করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুল রফতানিকারক দেশ কলম্বিয়ার ফুল চাষীরা। এ উপলক্ষকে ঘিরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কলম্বিয়ায় থাকা ভেনিজুয়েলার অভিবাসী নাগরিকদের। ভেনিজুয়েলার ১৯ বছর বয়সী নাগরিক এ্যাঙ্গি ভেলাস্কো। কাজ করছেন কলম্বিয়ার রাজধানী বগটা’র একটি ফুলের ফার্মে। বিশ্ব ভালবাসা দিবসকে কেন্দ্র করে এখন ফুল উৎপাদনে ব্যস্ত কলম্বিয়ার ফার্মগুলো। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আগামী কয়েকদিনে অন্তত ৭৪ শতাংশ ফুল রফতানি করা হবে এখান থেকেই। ফুলের বাগানেই এখন খ-কালীন চাকরি করছেন ভেনিজুয়েলা থেকে কলম্বিয়া আসা ভেলাস্কোর মতো অভিবাসী অনেক নাগরিক। কেউ কেউ কাজ করছেন কফি উৎপাদনে, কেউবা আবার চালাচ্ছেন উবার। ভেনিজুয়েলার নাগরিক জানান, ‘ভেনিজুয়েলা ১৯ বছর ধরে আছি। বাবা মা ছেড়ে অপরিচিত জায়গা নিজেকে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।’ মূলত কর্মসংস্থানে কারণে এখানে আসা। রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনীতিতে ধস নামার পর গেলো কয়েক বছরে ভেনিজুয়েলার অনেক নাগরিক পাড়ি জমিয়েছেন কলম্বিয়ায়। ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ নানা পেশার মানুষ কলম্বিয়া এসেছেন সীমান্ত পাড়ি দিয়ে। দেশটির অভিবাসন অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে কলম্বিয়ায় ভেনিজুয়েলার নাগরিক এসেছেন অন্তত সাড়ে ৫ লাখ। যাদের মধ্য অধিকাংশের নেই ভিসা। অন্তত ১০ লাখ মানুষের রয়েছে সরকারী রেশনের কার্ড। এর আগে ১৯৮০ থেকে ১৯৯০ সালেও কর্মসংস্থানের উদ্দেশে কলম্বিয়া আসেন লাখ লাখ ভেনিজুয়েলার নাগরিক। সন্ত্রাস কার্যক্রম বাড়া এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার আশঙ্কা থাকলেও একে ইতিবাচক হিসেবেই দেখে দেশটি। কলম্বিয়া কৃষিমন্ত্রী গুয়েলের্মো জুলুয়াগা বলেন, ‘ভেনিজুয়েলার নাগরিকদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।
×