ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিযুক্ত নাসির জামশেদ

প্রকাশিত: ০৭:৩২, ১০ ফেব্রুয়ারি ২০১৮

অভিযুক্ত নাসির জামশেদ

স্পোর্টস রিপোর্টার ॥ স্পট ফিক্সিং অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে নাসির জামশেদকে। পাকিস্তান সুপার লীগে দুর্নীতির জন্য সাবেক এ টেস্ট ওপেনারকে অভিযুক্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এ অভিযোগের জন্য ১৪ দিনের মধ্যে দুর্নীতি দমন ইউনিটের কাছে তাকে জবাব দিতে বলা হয়েছে। জামশেদের বিরুদ্ধে গত বছরের পিএসএল টুর্নামেন্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দুর্নীতি দমন ট্রাইব্যুনালকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা না করায় তাকে ১২ মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পিসিবি। এই ট্রাইব্যুনাল ইতিমধ্যেই দুর্নীতির দায়ে পাকিস্তানের অপর দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফকেও ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে। দুর্নীতি দমনে নিজেদের ভূমিকা নিয়ে এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে পিসিবি সজাগ। পিসিবির দুর্নীতি দমন ট্রাইব্যুানাল ইতিমধ্যেই শারজিল খান ও খালিদ লতিফকে নিষিদ্ধ করেছে। স্বাধীন বিচারক প্যানেল তাদের দোষী সাব্যস্ত ঘোষণা করেছে।’ ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে সেঞ্চুরি হাঁকানো জামসেদ বাজিকরদের সঙ্গে নিজের যোগাযোগের কথা অস্বীকার করে আসছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পিএসএল চলাকালীন দুবাইয়ে বাজিকর ইউসুফ আনোয়ারের সঙ্গে শারজিল খান ও খালিদ লতিফের সঙ্গে মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনি।
×