ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিপিএস অনুসরণে গাড়ি গেল বরফ লেকে

প্রকাশিত: ০৭:১৫, ১০ ফেব্রুয়ারি ২০১৮

 জিপিএস অনুসরণে গাড়ি  গেল বরফ লেকে

প্রযুক্তি সব সময় উপকারী হয় না, তা হাড়ে হাড়ে টের পেলেন যুক্তরাষ্ট্রের এক গাড়িচালক। অন্ধভাবে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) এ্যাপের নির্দেশনা মেনে গাড়ি চালাতে চালাতে আরও দু’জন যাত্রীসহ বরফ ঠাণ্ডা লেকের মধ্যে গিয়ে পড়েন তিনি। নিউজার্সির বারলিংটনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া ও পুলিশ। তবে শেষ পর্যন্ত তিন যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা গেছে। একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ওই চালক একটি ভাড়া করা গাড়ি চালাচ্ছিলেন। এই সময় জিপিএস এ্যাপ তাকে সোজা যেতে বললে তিনি নির্দেশনা অনুসরণ করে এগিয়ে যান। কিন্তু একটু পরেই একটি নৌকার ঘাট পার হয়ে তিনি লেকের বরফের মধ্যে গিয়ে পড়েন। প্রথমে বরফের ওপর পিছলে অনেক দূর এগিয়ে যায় গাড়িটি। কিন্তু লেক শ্যামপ্লেইনের বরফের আস্তরণ পাতলা হওয়ায় একসময় তা ভেঙে গেলে জিপটি পানিতে ডুবে যায়। পুলিশের প্রতিবেদনে বলা হয়, গাড়িটির চালক মদ খেয়ে বা অন্য কোন নেশা করে গাড়ি চালাচ্ছিলেন না। ওই সময় ওইখানে প্রবল বর্ষণ হচ্ছিল এবং জায়গাটা কুয়াশাচ্ছন্ন ছিল। ডুবে যাওয়া গাড়িটির পেছনের বাম্পার শুধু পানির ওপর দৃশ্যমান ছিল। মঙ্গলবার সেটিকে লেক থেকে উদ্ধার করা হয়। গাড়ির মালিক গের্টিন জানান, সেটিতে জিপিএস এ্যাপ ওয়েজ ব্যবহার করা হচ্ছিল। এটি গুগলের তৈরি এ্যাপ। ওয়েজ লেকের ওপর দিয়ে গাড়ি চালানোর নির্দেশনা কেন দিল ব্যাখ্যা করতে পারেনি গুগল। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা ইউএসএ টুডে পত্রিকাকে বলেন, ‘রাস্তার অবস্থার সঙ্গে তাল মেলাতে ওয়েজে প্রতিদিন কয়েক মিলিয়ন পরিবর্তন ঘটানো হয়। বেশিরভাগ সময়ই অয়েজের নির্দেশনা সবচেয়ে নির্ভরযোগ্য হয়।’ তিনি ড্রাইভারদের চোখ-কান খোলা রেখে জিপিএস অনুসরণ করারও পরামর্শ দেন।
×