ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৬:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৮

ঝলক

একের ভেতর দুই ভ্যালেন্টাইন ডে আসতে আর বেশি দেরি নেই। দিনটি উদযাপনে বিশ্বজুড়ে সাজ সাজ রব। চলছে নিত্য নতুন পরিকল্পনা। তবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টন শহরের নর্থ ইন্ড হোটেল এ উপলক্ষে নতুন জুটিদের জন্য চমকপ্রদ এক অফার দিয়েছে। ভালবাসা দিবসে এখানে যেসব নতুন জুটি বাগদান সারতে যাবেন তাদের জন্য রয়েছে সুদৃশ্য হিরের আংটি। ‘বিগ বয় বার্গার’ নামের এই বার্গারটি কিনলে এর সঙ্গে পাওয়া যাবে এ আংটি। তবে এ বার্গার পেতে ওই জুটিকে আগেই অর্ডার করতে হবে। স্বর্ণের ফ্রেমের ওপর হিরক খ-টি বসানো রয়েছে। অবশ্য এই বার্গারটি কিনতে গ্রাহককে গুনতে হবে ৩ হাজার ডলার। খবরটি চাউর হওয়ার পর নর্থ ইন্ড হোটেল কর্তৃপক্ষ বহু অর্ডার পেয়েছে। অনেকে ভ্যালেন্টাইনের দিনটিতে প্রিয়জনকে তার মনের কথা জানাতে হোটেলটির এই ধারণাকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলেছেন, ধারণাটি সত্যিই চমকপ্রদ। হোটেল কর্তৃপক্ষ ইতোমধ্যে বিগ বয় বার্গারের সঙ্গে ওই আংটির ছবি প্রকাশ করেছে। ছবিতে আংটিটি স্পষ্ট দেখা যাচ্ছে। নর্থ ইন্ড হোটেল তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই বার্গার পেতে হলে ক্রেতাদের ৪৮ ঘণ্টা আগে অর্ডার দিতে হবে। আমরা অল্পসংখ্যক লোকের চাহিদা মেটাতে পারব। -বস্টন টাইমস অবলম্বনে যৌতুক না পেয়ে... এবার স্বামীর বিরুদ্ধে নিজের কিডনি চুরির অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক নারী। রীতা সরকার নামে ওই নারী দাবি করেন যে, দুই হাজার রুপি যৌতুকের অর্থ না পেয়ে তার কিডনি অজ্ঞাতেই বের করে বিক্রি করে দেন তার স্বামী ও দেবর। ভুক্তভোগী রীতা জানান, দুই বছর আগে তলপেটে ব্যথা অনুভব করছিলেন তিনি। এরপর তার স্বামী তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার এ্যাপেনডিসাইটিস-এর অপারেশন করা হয়। এরপর ২০১৭ সালের শেষের দিকে তিনি আবারও অসুস্থ হয়ে চিকিৎসা নিলে মেডিক্যাল প্রতিবেদনে জানা যায় তার একটি কিডনি নেই। ভারতে ১৯৬১ সালে আইন করে যৌতুক নেয়া অবৈধ ঘোষণা করা হলেও এখনও সেখানে হরহামেশাই যৌতুকের অভিযোগ পাওয়া যায়। রীতা সরকার স্থানীয় গণমাধ্যমকে বলেন, যৌতুকের জন্য বেশ কয়েক বছর যাবতই তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন তার ওপর নির্যাতন করে আসছিল। ২৮ বছর বয়সী রীতা বলেন, “আমার স্বামী আমাকে কলকাতার একটি প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যান। আমার স্বামী ও সেখানকার লোকেরা আমাকে বলে যে, এ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচারের পর আমি সুস্থ হয়ে যাব। তবে এই অস্ত্রোপচারের কথা কাউকে জানাতে নিষেধ করেন আমার স্বামী। এখন আমি বুঝতে পারছি যে কেন তারা আমাকে চুপ থাকতে বলেন”। এই নারী আরও বলেন, আমি আর আমার পরিবার তাকে যৌতুকের টাকা দিতে পারিনি বলেই আমার কিডনি নিয়ে তারা বিক্রি করে দেন। এ বিষয়ে থানায় একটি মামলাও দায়ের করেছেন ভুক্তভোগী রীতা সরকার। Ñহিন্দুস্থান টাইমস অবলম্বনে।
×