ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ক্রিকেট নিয়ে সংঘর্ষ ॥ আহত ৯

প্রকাশিত: ০৪:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লায় ক্রিকেট নিয়ে সংঘর্ষ ॥ আহত ৯

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ ফেব্রুয়ারি ॥ কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পূর্ণমতি গ্রামে গত তিন দিন ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উভয় পক্ষের লোকজন ওই গ্রামের বাজারে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খাগড়ছড়িতে অস্ত্র উদ্ধার পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়ছড়িতে যৌথবাহিনীর অভিযানে তিনটি অস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বুধবার গভীর রাতে খাগড়াছড়ি জেলা সদরের গনেজ টিলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গনেজ টিলা এলাকায় শীতার্ত হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে যায়। এ সময় লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী একটি আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুটি এলজি ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
×