ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংশোধিত ব্যাংক কোম্পানি আইন মেনে চলার নির্দেশ

প্রকাশিত: ০৪:০৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮

সংশোধিত ব্যাংক কোম্পানি আইন মেনে চলার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে সংশোধিত আইন অর্থাৎ ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮’ অনুযায়ী ব্যাংক পরিচালনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮ ’(২০১৮ সনের ০৪ নং আইন) ২০১৮ সালের ২৮ জানুয়ারি কার্যকর হয়েছে এবং একই তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। ওই আইনের ধারা অনুযায়ী ‘ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১’-এর ধারা ৩, ধারা ৭, ধারা ৮, ধারা ১৫, ধারা ১৫ কক, ধারা ১০৯ এবং ধারা ১১৮-এর বিধানগুলোয় কিছু পরিবর্তন সাধিত হয়েছে।
×