ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সক্ষমতার শতভাগ উৎপাদনে যাচ্ছে শাহজিবাজার পাওয়ার

প্রকাশিত: ০৪:০২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

সক্ষমতার শতভাগ উৎপাদনে যাচ্ছে শাহজিবাজার পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের অধীনস্থ কোম্পানি পেট্রোম্যাক্স রিফাইনারীর কনডেন্সডারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন আগের জায়গায় ফিরে যাচ্ছে। এক্ষেত্রে কোম্পানিটি আবারও সক্ষমতার শতভাগ উৎপাদন শুরু করেছে। যাতে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী কোম্পানিটির প্রায় ৩৬ শতাংশ উৎপাদন বাড়বে। এছাড়া আরেক সহযোগী কোম্পানি মিডল্যান্ড পাওয়ারের উৎপাদন শীঘ্রই শুরু হতে যাচ্ছে। যাতে কোম্পানিটির মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে। জানা গেছে, শাহজিবাজার পাওয়ারের অধীনস্থ পেট্রোম্যাক্স রিফাইনারী সাধারণত ৩ মাসে ২২৫০ ব্যারেল কনডেন্সডার সরবরাহ করে। কিন্তু সরকারের চাহিদা কমে যাওয়ারে কারণে চলতি অর্থবছরের প্রথমার্ধে এ সরবরাহ কমছিল। ওই সময় কনডেন্সডার সরবরাহ ৩ মাসে ১৬০০-১৭০০ ব্যারেলে নেমেছিল। তবে গত জানুয়ারী থেকে ৩ মাস অন্তর এই কনডেন্সডার প্রায় ৩৬ শতাংশ বাড়িয়ে ২২৫০ ব্যারেল সরবরাহ করা হবে। এ লক্ষ্যে সরকারের সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তি হওয়া মিডল্যান্ড পাওয়ারের ১৫০ মেগাওয়াট বিদ্যুত প্লান্ট শীঘ্রই উৎপাদনে যাবে। তবে কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০১৭) কনডেন্সডার সরবরাহ কমে যাওয়ার কারণে বিক্রয় ও মুনাফা কমেছে। এ সময় বিক্রয় কমেছে ২৪ শতাংশ। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ। কোম্পানির প্রথমার্ধের বা ৬ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসেব থেকে এ তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে শাহজিবাজার পাওয়ারের সচিব ইয়াসিন আহমেদ বলেন, কনডেন্সডার নিয়ে প্রতি ৩ মাস অন্তর সরকারের সঙ্গে চুক্তি হয়। এক্ষেত্রে সাধারণত ২২৫০ ব্যারেল কনডেন্সডার সরবরাহের চুক্তি হয়। কিন্তু চলতি অর্থবছরের প্রথমার্ধে এই কনডেন্সডারের চাহিদা ১৬০০-১৭০০ ব্যারেলে ছিল। তবে এবার (জানুয়ারি-মার্চ ১৮) ২২৫০ ব্যারেল কনডেন্সডার সরবরাহের চুক্তি হয়েছে। যাতে পেট্রোম্যাক্সের সক্ষমতার সম্পূর্ণ ব্যবহার করা হচ্ছে। যা শাহজিবাজার পাওয়ারের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া বিপিডিবির সঙ্গে চুক্তি অনুযায়ী, মিডল্যান্ড পাওয়ারের ১৫০ মেগাওয়াট বিদ্যুত প্রকল্পের শীঘ্রই উৎপাদন শুরু হবে। তিনি আরও বলেন, ব্যবসায় উত্থান-পতন স্বাভাবিক। শাহজিবাজার পাওয়ারও এর বাইরে নয়। ঠিক এমনিভাবে চলতি অর্থবছরের প্রথমার্ধে পেট্রোম্যাক্স রিফাইনারীর কনডেন্সডার সরবরাহ কমে যাওয়ার কারণে বিক্রয় ও মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।
×