ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিকেএসএফের ১৩তলা প্রদর্শনী ও বিক্রয় ভবন হচ্ছে শ্যামলীতে

প্রকাশিত: ০৫:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮

পিকেএসএফের ১৩তলা প্রদর্শনী ও বিক্রয় ভবন হচ্ছে শ্যামলীতে

স্টাফ রিপোর্টার ॥ প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজারজাতকরণের সুবিধার্থে প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এজন্য রাজধানীর শ্যামলীতে পিকেএসএফের নিজস্ব জমিতে একটি ১৩তলা ভবন নির্মাণ করা হবে। আগামী ৩ বছরের মধ্যে এই ভবন নির্মাণের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আধুনিক বিপণিবিতানের সকল সুযোগ-সুবিধাসম্পন্ন ১৩তলা ভবনটির ৯টি তলা প্রান্তিক উৎপাদকদের উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হবে। ২১তলা ভিত্তির ওপর প্রাথমিকভাবে ভবনটি নির্মাণের জন্য পিকেএসএফ ও কনকর্ড ইঞ্জিনিয়ার্স এ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. মোঃ জসীম উদ্দিন ও কনকর্ড ইঞ্জিনিয়ার্স এ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল করিমসহ পিকেএসএফ ও কনকর্ড কনস্ট্রাকশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×