ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতারণার অভিযোগে ৫ নাইজেরিয়ান ও ২ বাংলাদেশী গ্রেফতার

প্রকাশিত: ০৭:১৬, ৬ ফেব্রুয়ারি ২০১৮

প্রতারণার অভিযোগে ৫ নাইজেরিয়ান ও ২ বাংলাদেশী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণার অভিযোগে পাঁচ নাইজেরিয়ান ফুটবলার ও দুই বাংলাদেশীসহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাঁচ নাইজেরিয়ান হচ্ছে, ওগোখোয়া ওনোচি (৩২), মরিস (৩৪), ওবিনা (৩৫), হ্যানরি ওরফে শর্ট হ্যানরি (২৪), এন্থপ্নি কেজিতো এ্যারেঞ্জি (২৬)। তাদের সহযোগী দুই বাংলাদেশী মোঃ কাউসার আহমেদ ও রাইসুল ইসলাম আসাদকে গ্রেফতার করা হয়। এ দু’জনের ব্যাংক এ্যাকাউন্টে জমা হতো প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা। সোমবার দুপুরে সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নাইজেরিয়ানরা ফেনী সকার ক্লাবের ফুটবলার হিসেবে তালিকাভুক্ত। এরা মোহামেডান ও আবাহনীর মতো দলের পক্ষেও ফুটবল খেলেছে। তারা নানা ধরনের অপরাধে জড়িত। এই পুলিশ কর্মকর্তা জানান, সম্প্রতি নাদিরা আক্তার নামে এক চিত্রশিল্পী ইংল্যান্ডের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি পাঠান। প্রতারকরা নাদিরার যাবতীয় তথ্য সংগ্রহ করে। নাদিরাকে ফোন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে বলে জানায়। তারা বলে, মূল্যবান পুরস্কারের ৩ লাখ পাউন্ডের (বাংলাদেশী মুদ্রায় প্রায় সোয়া ৩ কোটি টাকা) পার্সেলটি তার নামে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এর কয়েকদিন পর প্রতারক চক্রের আরেক সদস্য চট্টগ্রাম বন্দরের কাস্টমস কর্মকর্তা পরিচয়ে নাদিরাকে ফোন দেয়। পার্সেলটি ছাড়িয়ে নিতে ২ লাখ ৯০ হাজার টাকা দিতে বলে। পরবর্তী সময়ে নানা কথা বলে আরও ২ লাখ টাকা আদায় করে। সরকারী কর্মচারীর সন্তানদের শিক্ষা সহায়ক ভাতার সময়সীমা বৃদ্ধি অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা দেয়ার বয়সসীমা দুই বছর বাড়ানো হয়েছে। এখন থেকে তারা ২৩ বছর বয়স পর্যন্ত শিক্ষা সহায়ক ভাতা পাবেন। আগে ২১ বছর বয়স পর্যন্ত সরকারী চাকুরের সন্তানরা শিক্ষা সহায়ক ভাতা পেতেন। শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার বয়স দুই বছর বাড়িয়ে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, চাকরি স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ (বেতন ও ভাতাদি) আদেশ এবং চাকরি (ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। প্রসঙ্গত অষ্টম পে-স্কেল অনুযায়ী সরকারী কর্মচারীদের সন্তানরা মাসে ৫০০ টাকা করে শিক্ষা সহায়তা ভাতা পান। সর্বোচ্চ দুইজন সন্তানকে এই ভাতা দেয়া হয়।
×