ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মামলার রায় ঘিরে চট্টগ্রামে নাশকতার আশঙ্কা

প্রকাশিত: ০৬:২৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা জিয়ার মামলার রায় ঘিরে চট্টগ্রামে নাশকতার আশঙ্কা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া অরফানেজ মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি। এই রায়কে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাশকতাসহ নানা অপরাধমূলক কর্মকা- ঘটাতে পারে এমন আশঙ্কা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর। তবে এমন পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু কোন অতিরিক্ত পুলিশ মোতায়েন নয়, নজরদারি বাড়িয়ে ও সারপ্রাইজ চেকিংয়ের মাধ্যমে অপরাধীদের দমানোর ঘোষণা দিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে, সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন সময়ে শুধু সিএমপিই নয়, চট্টগ্রামের ১৪ উপজেলায়ও নাশকতার ঘটনা ঘটিয়েছে বিএনপি রাজনীতির সঙ্গে থাকারা। বিশেষ করে সীতাকু- ও সাতকানিয়া এলাকায় সবচেয়ে বেশি নাশকতার ঘটনা ঘটেছে। বিভিন্ন নাশকতার মামলায় একের পর এক মামলা হলেও গ্রেফতার বা আটকের সংখ্যা হাতেগোনা। ফলে বিভিন্ন ইস্যুতে এসব নেতাকর্মীরা বিক্ষোভের নামে নাশকতায় মেতে উঠে। সিএমপির পক্ষ থেকে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া অরফানেজ মামলার রায় ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের কর্মীদের রাজপথে নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নগরীর প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট ছাড়াও ১৬ থানার পক্ষ থেকে পৃথক টিম গঠন করা হয়েছে। নাশকতা, সন্ত্রাসী কর্মকা- ও অস্থিতিশীল পরিস্থিতি রোধে পুলিশ কোন ধরনের ছাড়া দেবে না।
×