ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮ ফেব্রুয়ারি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে॥ হানিফ

প্রকাশিত: ০৫:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০১৮

৮ ফেব্রুয়ারি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে। রবিবার রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের উদ্বেগ, আপনাদের কথাবার্তায় জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে যে, আসলেই খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করে খেয়েছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না বলেই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’ তিনি বলেন, রায় নিয়ে কোন ধরনের সন্ত্রাসী কর্মকা- মেনে নেয়া হবে না। চুরি করবেন, আত্মসাত করবেন, আবার বিচারের রায় মানবেন না, এটা জনগণ মানবে না। অভিযোগ সত্য বলেই নেতাদের বাঁচাতে বিএনপি গঠনতন্ত্র সংশোধন করেছে বলেও মন্তব্য করেন হানিফ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবেলায় প্রস্তুত। দেশে আর কোন ধরনের নাশকতা নৈরাজ্যকর পরিস্থিতি হতে দেয়া হবে না। তিনি বলেন, ২০১৩, ২০১৪ ও ২০১৫ তে একের পর এক নাশকতা, অগ্নিসন্ত্রাস সব কিছুই হয়েছিল। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী এবং জনগণ নাশকতাকে প্রতিহত করেছিল। এবারও যদি সেরকম পরিস্থিতি হয়, তাহলে তা প্রতিহত করা হবে। হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর বিএনপি কর্মীদের সাম্প্রতিক হামলার বিষয়টি তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা দেখেছেন, পুলিশের রাইফেলগুলোকে কীভাবে টুকরো টুকরো করে ভেঙ্গেছে, কিভাবে প্রিজনভ্যান ভেঙ্গেছে। খালেদা জিয়া যাওয়ার সময় তার পাশে থেকে কি ধরনের পরিস্থিতি সৃষ্ট করেছে তা সবাই দেখেছে। পুলিশ, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী ভিডিও ফুটেজ দেখে যারা অপরাধী তাদের এ্যারেস্ট করছে। কোন নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহ এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় সাধারণ সম্পাদক সাদেক খানসহ মহানগর উত্তরের সিনিয়র নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
×