ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৪:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায়  তিন মোটরসাইকেল  আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ট্রলির সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে সৈয়দপুর বাইপাস সড়কের নিয়ামতপুর ধলাগাছ নামকস্থানে। নিহতরা হলো নীলফামারীর উত্তরা আবাসন ঢেলাপীরের আসাদুল (৫৫), সৈয়দপুর উপজেলার খোর্দ বোতলাগাড়ী গ্রামের জিকরুল ইসলাম (৫০) ও একই উপজেলার কাশিরামবেলপুর গ্রামের শাহজাহান আলী ওরফে প্রেম (৩০)। ঘটনার পর ওই সড়কে এক ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, ঘটনার সময় একটি ট্রলি ঢাকা মহাসড়কের সৈয়দপুর বাইপাসের নিয়ামতপুর হার্ডওয়্যার ফ্যাক্টরিতে প্রবেশ করছিল। এ সময় একটি মোটরসাইকেলে তিন আরোহী দ্রুতগতিতে ওয়াপদা মোড়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালক এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এতে তাদের মৃত্যু ঘটে। . জামালপুরে চালক নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, জামালপুর-ময়মনসিংহ সড়কের গোপালপুরে ট্রাকচাপায় ফজলুল হক (৩৫) নামের একজন মোটরসাইকেল চালক নিহত ও একজন আহত হয়েছেন। গোপালপুর বাজারের পাশে রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চেঁচুয়া এলাকার চাঁন মিয়ার ছেলে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছার চেঁঁচুয়া থেকে ফজলুল হক মোটরসাইকেলযোগে জামালপুরে যাচ্ছিলেন। পথে গোপালপুর বাজারে জামালপুর থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। . বাঁশখালীতে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শেখেরখীল ইউনিয়নের ২নং ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়কে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে সিএনজি অটো ট্যাক্সি চাপায় নিহত এনাম (১২) শেখেরখীল সরকার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। . ভালুকায় পথচারী নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ভালুকা উপজেলার মল্লিকবাড়ি মোড় নামক স্থানে শনিবার রাতে প্রাইভেটকারের চাপায় আব্দুল কাদির (৫০) নিহত হয়েছে। এ সময় কাদির রাস্তা পার হচ্ছিল। . টঙ্গীতে নারী নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, রবিবার বিকেল ৫টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে সুফিয়া বেগম (৫০) নিহত হয়েছে। তার স্বামীর নাম জয়নাল আবেদীন। বাসা টঙ্গীর এরশাদনগর এলাকার ২ নম্বর ব্লকে।
×