ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিল্প এলাকায় সর্বোচ্চ সুবিধার গুরুত্বারোপ

প্রকাশিত: ০৬:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮

শিল্প এলাকায় সর্বোচ্চ সুবিধার গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেবিসিসিআই (জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি) সভাপতি সালাউদ্দিন কাশেম খান বলেন, বাংলাদেশের জিডিপিতে চট্টগ্রামের অবদান প্রায় ১২ শতাংশ। কিন্তু সে অনুপাতে বাণিজ্যিক রাজধানীর সুযোগ-সুবিধা বৃদ্ধি হয়নি। এ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে তিনি স্ট্রাটেজিক পার্টনারশিপ সৃষ্টিতে জাইকা জেটরো, চিটাগং চেম্বার, জেবিসিসিআই এবং জাপান দূতাবাসের সমন্বয়ে একটি ডায়ালগ আয়োজনের আহ্বান জানান। এছাড়া সরকারের নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে চট্টগ্রাম থেকে মীরসরাই পর্যন্ত শিল্প এলাকার সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, অবকাঠামোসহ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের অবদান অপরিসীম। ওয়েস্টার্ন মেরিন পুরস্কারে ভূষিত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিঃ কেনিয়ার মিনিস্ট্রি অফ ফিসারিজের কাছে ‘দরিয়া’ নামের উচ্চ প্রযুক্তির অফসোর পেট্রল বোট, রফতানি করার জন্য ‘শ্রেষ্ঠ বৃহৎ পেট্রোল বোট নির্মাতা-২০১৭’ এর পুরস্কারে ভূষিত হয়েছে। বেয়ার্ড মেরিটাইম নামক সারাবিশ্বে উন্নত প্রযুক্তির পেট্রোল বোট ডেলিভারির নথি সংরক্ষণ ও প্রকাশনাকারী স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কে এই পুরস্কারে ভূষিত করেছে। ‘দরিয়া’ নামের নির্মিত এই অফসোর পেট্রোল বোটটি ৫৪ মিটার দীর্ঘ, যা উন্নতমানের যন্ত্রপাতি ও হাইব্রিড প্রোপালসন সিস্টেম দ্বারা সাজানো হয়েছে। হাইব্রিড প্রোপালসন সিস্টেমটি কনট্রোলেবল পিচ প্রোপেলর ও ওয়াটার-জেট ট্রুস্টার দ্বারা সমন্বয় করা হয়েছে, যার ফলে জাহাজটি ঘণ্টায় ৩৫ নটিকেল মাইল (ঘণ্টায় ৭০ কিলোমিটার) বেগে ছুটতে পারবে। এটি বাংলাদেশ থেকে নির্মিত ও রফতানিকৃত সর্বপ্রথম অতি উচ্চ প্রযুক্তির ও সর্বোচ্চ গতির অফসোর পেট্রোল বোট।
×