ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারি মামলায় ৮ আসামি খালাস

প্রকাশিত: ০৬:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারি মামলায় ৮ আসামি খালাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ২ মামলায় ৮ আসামিকে বেকশুর খালাস দিয়েছেন শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ। একইসঙ্গে ২ প্রতিষ্ঠানকেও বেকশুর খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার এই রায় দেয়া হয়েছে। এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজের শেয়ার কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত হেমায়েত উদ্দিন আহমেদ, মোস্তাক আহমেদ সাদেক, সৈয়দ মাহবুব মুর্শেদ, শরিফ আতাউর রহমান ও আহমেদ ইকবাল হাসান বেকশুর খালাস পেয়েছেন। আর সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেডের শেয়ার কেলেঙ্কারি মামলায় এম. জে আজম চৌধুরী, শহীদুল্লাহ ও প্রফেসর মাহবুব আহমেদ খালাস পেয়েছেন। এছাড়া এই ২ মামলা থেকে এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজ ও সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেডকে খালাস দেয়া হয়েছে। বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনাল ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারিতে এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজ ও সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেড মামলার আসামিদের বেকশুর খালাসের রায় দিয়েছেন। এ রায়ের কপি হাতে পাওয়ার পরে, উচ্চ আদালতে আপীল করার সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরও বলেন, উভয় মামলায় আসামিদের বিরুদ্ধে ডিভিপি অনিষ্পত্তির অভিযোগ ছিল। এর আগে শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রায় আড়াই বছরে (২০১৫ সালের ২১ জুন) ৬টি মামলার পূর্ণ ও ১টি মামলার আংশিক রায় দেয়া হয়েছে। প্রথম রায় ঘোষণা করা হয় ২০১৫ সালের ৩ আগস্ট। ওই রায়ে ফেসবুকে মূল্য সংবেদনশীল তথ্য প্রচারের দায়ে জনৈক মাহবুব সরোয়ারকে ২ বছরের কারাদ দেন ট্রাইব্যুনাল। এরপরে ২০১৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডের (বর্তমান নাম বিডি ওয়েল্ডিং) শেয়ার কেলেঙ্কারির মামলায় কোম্পানির ব্যবস্থাপনা নুরুল ইসলাম ও ইংরেজী দৈনিকের সম্পাদক এনায়েত করিমকে ৩ বছরের কারাদ ও ২০ লাখ টাকা করে জরিমানা করেন ট্রাইব্যুনাল। ৩১ আগস্ট ১৯৯৬ সালের চিক টেক্স শেয়ার কেলেঙ্কারির মামলায় কোম্পানির এমডি মাকসুদুর রসুল ও পরিচালক ইফতেখার মোহাম্মদকে ৪ বছর করে কারাদ ও ৩০ লাখ টাকা করে জরিমানার রায় ঘোষণা করা হয়। ২৫ অক্টোবর প্লেসমেন্ট কেলেঙ্কারির মামলায় একমাত্র আসামি সাত্তারুজ্জামান শামীমকে ও ৩০ নবেম্বর সাবিনকো শেয়ার কেলেঙ্কারি মামলায় কোম্পানির সাবেক এমডি কুতুব উদ্দিনকে বেকশুর খালাস দেয়া হয়। আর ২০১৬ সালের ২০ এপ্রিল সিকিউরিটিজ প্রমোশন এ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের (এসপিএম) শেয়ার কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেলী রহমান ও গ্রাহক সৈয়দ মহিবুর রহমানকে ২ বছর করে কারাদ এবং ১৫ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। সর্বশেষ গত ২৩ এপ্রিল প্রিমিয়াম সিকিউরিটিজ মামলায় কোম্পানিটিসহ আসামি এম এ রউফ চৌধুরী ও সাঈদ এইচ চৌধুরীকে বেকশুর খালাস দেয়া হয়।
×