ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য প্রত্যাহার করল ভারত

প্রকাশিত: ০৬:০৯, ৪ ফেব্রুয়ারি ২০১৮

পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য প্রত্যাহার করল ভারত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশে রফতানিকৃত পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে ভারত সরকার। আগে প্রতিটন পেঁয়াজের রফতানিমূল্য ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করা ছিল। জানুয়ারিতে এক দফায় ১৫০ মার্কিন ডলার কমিয়ে ৭০২ মার্কিন ডলার নির্ধারণ করেছিল ভারত সরকার। এবার তা পুরোপুরিই প্রত্যাহার করে নেয়া হলো। শুক্রবার বিকেলে পেঁয়াজের রফতানিমূল্য কমানো সংক্রান্ত নির্দেশনা আসে ভারতের হিলি কাস্টমসে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তা কার্যকর হয়। ভারতের সিএন্ডএফ এজেন্ট খোকন সরকার জানান, ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানির ন্যূনতম মূল্য প্রত্যাহার করে নিয়েছে নির্ধারণী সংস্থা ন্যাফেড। এ সংক্রান্ত নির্দেশনা শুক্রবার বিকেলে হিলি কাস্টমসে এসে পৌঁছেছে এবং কাস্টমসের সার্ভারে তা দিয়ে দেয়া হয়েছে। এর ফলে এখন থেকে পেঁয়াজ রফতানিতে আর কোন ন্যূনতম রফতানি মূল্য থাকল না। এর ফলে ব্যবসায়ীরা যে দামে পেঁয়াজ কিনবেন সে দামেই রফতানি করা হবে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে সে দেশের সরকার নির্ধারিত ন্যূনতম মূল্য প্রত্যাহার করে নিয়েছে। ফলে আমরা এখন যে দামে পেঁয়াজ কিনব সে দামেই এলসি খুলতে পারব। তবে আজ শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণে নতুন মূল্যে এলসি খোলা যাচ্ছে না। এ কারণে শনিবার বন্দর দিয়ে পুরাতন মূল্যেই পেঁয়াজ আমদানি হয়। রবিবার ব্যাংক খুললে নতুন মূল্যে এলসি খোলা হবে এবং বন্দর দিয়ে নতুন মূল্যে পেঁয়াজ আমদানি শুরু হবে। আশা করছি, এতে করে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ যেমন বাড়বে তেমনি দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।
×