ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটিতে জব ফেয়ার

প্রকাশিত: ০৪:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

নর্দান ভার্সিটিতে জব ফেয়ার

চাকরির বাজার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা লাভ এবং বিভিন্ন কোম্পানিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে শনিবার ‘জব ফেয়ার ২০১৮’র আয়োজন করে নর্দান ইউনিভার্সিটি। বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারে আয়োজিত জব ফেয়ার উদ্বোধন করেছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এ সময় সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসেন, ডিরেক্টর ডেভেলপমেন্ট এ্যান্ড ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স লে. কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকম-লী। জব ফেয়ারে এসিআই, ব্র্যাক আইটি, প্রাসাদ নির্মাণ লিমিটেড, নর্দান রিয়েল এস্টেট, কনকর্ড গ্রুপ অব কোম্পানিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এপেক্স, বিক্রয়.কম, এডকম, পিকার্ড বাংলাদেশ লিমিটেড, একেটিএলসহ দেশী-বিদেশী প্রতিষ্ঠানসমূহ অংশ নেয়। -বিজ্ঞপ্তি
×