ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮

স্কুলছাত্রকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ০৩ ফেব্রুয়ারি ॥ ফুলছড়ি উপজেলার চন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসেনকে অপহরণ ও আটক রেখে বেধড়ক মারপিট এবং হত্যার প্রচেষ্টার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচী পালন করে। বিদ্যালয়ের সামনের সড়কে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মজিবর রহমান, আরিফ মিয়া, সাজু মিয়া, আলম মিয়া, তাজেল, নাজমুল হোসেন, খোকা মিয়া প্রমুখ। বক্তারা বলেন, চন্দিয়া নয়াবাড়ি গ্রামের দরিদ্র শ্রমজীবী সাজু মিয়ার ছেলে সাজ্জাদকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে রবি মিয়ার ঘরে আটক করে রাখে। পরে উক্ত সন্ত্রাসীরা সাজ্জাদকে বেধড়ক মারপিট করে হত্যার চেষ্টা চালায়। এ সময় সাজ্জাদের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে সাজ্জাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং ফুলছড়ির উদাখালী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বক্তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী রবি, রানা, শফিসহ আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খাগড়াছড়িতে চোরাই গাড়িসহ যুবক আটক পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ গুইমারা উপজেলায় চোরাই গাড়িসহ জসিম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক বান্দরবানের বাশাইরী এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার কালাপানি এলাকা থেকে নীল রঙের একটি মিনি জিপসহ জসিমকে আটক করা হয়। উদ্ধারকৃত গাড়িটি গত ২৭ জানুয়ারি চট্টগ্রামের চান্দগাঁও থেকে চুরি হয়।
×