ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আদালতে ভূমি কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী

প্রকাশিত: ০৩:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০১৮

আদালতে ভূমি কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি জ্যেষ্ঠ সহকারী সচিব মোঃ সেতাফুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তছলিমা আক্তারের এজলাসে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এ সময় মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক রাম প্রসাদ ম-লসহ দুদকের বিশেষ একটি টিম আদালতে উপস্থিত ছিলেন। বিশেষ টিমের অন্যান্য সদস্য হলেন-দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল ওয়াদুদ, মনিরুল ইসলাম ও ফজলুল বারী। শনিবার বিকেলে আদালতের একটি বিশেষ সূত্র ও দুদকের কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের অপর একটি সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনের রিমান্ডে সেতাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদকের বিশেষ একটি টিম। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রাক্তন ওই কর্মকর্তা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে রাজি হন। এরপর শুক্রবার বিকেলে কঠোর গোপনীয়তায় ওই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আর জবানবন্দীতে কিশোরগঞ্জের ডিসি, এডিসি ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ কয়েকজনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ সময় তিনি জানান, আত্মসাতের আর একটি বড় অংশ ডিসি ও এডিসিসহ বেশ কয়েকজনকে ভাগ দিয়েছেন। প্রসঙ্গত ভূমি অধিগ্রহণের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জ্যেষ্ঠ সহকারী সচিব (পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) মোঃ সেতাফুল ইসলামকে গত ১৭ জানুয়ারি গ্রেফতার করে দুদক। পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতারের পর দুদকের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা (নং-৩১) দায়ের করেন।
×