ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাশিয়াকে রুখতে ক্ষুদ্র পরমাণু বোমা তৈরির প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৩:৫১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

রাশিয়াকে রুখতে ক্ষুদ্র পরমাণু বোমা তৈরির প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রাশিয়াকে রুখতে মার্কিন সামরিক বাহিনী তাদের পারমাণবিক অস্ত্রাগারকে বৈচিত্রপূর্ণ করতে নতুন ও ক্ষুদ্র পারমাণবিক বোমা তৈরির প্রস্তাব করেছে। নিউক্লিয়ার পশ্চার রিভিউ (এনপিআর) নামে পরিচিত পেন্টাগনের এক নীতিনির্ধারণী পর্যালোচনা সভার বিবৃতিতে এই ভাবনার কথা প্রকাশ করা হয়। মার্কিন সামরিক বাহিনী উদ্বিগ্ন যে, মস্কো যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমাকে বেশ বড় মনে করে সেগুলো ব্যবহার করা সহজ নয় বলে ধারণা করে থাকে। অর্থাৎ এগুলো আর কার্যকর প্রতিবন্ধক নয়। পর্যালোচনা সভার যুক্তি ছোট পারমাণবিক বোমার উন্নয়ন তাদের ওই ধারণাকে চ্যালেঞ্জ জানাবে। কম শক্তিশালী বোমার জোর ২০ কিলোটনের নিচে। যাহোক এগুলো এখনও ধ্বংসাত্মক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের নাগাসাকি শহরের ওপর ফেলা পারমাণবিক বোমার একই রকম বিস্ফোরক ক্ষমতা ছিল এবং তাতে ৭০ হাজারের বেশি লোক নিহত হয়। এনপিআরে বলা হয়, ‘আমাদের কৌশল নিশ্চিত করবে যে রাশিয়া উপলব্ধি করছে পারমাণবিক বোমার যেকোন ব্যবহার তা সীমিত হলেও অগ্রহণযোগ্য।’ মার্কিন প্রতিরক্ষা দফতরের সহকারী মন্ত্রী প্যাট্রিক শ্যানান বলেছেন, দেশের পারমাণবিক অস্ত্রাগার যুক্তরাষ্ট্রকে ৭০ বছরের ওপরে নিরাপদ রেখেছে। তিনি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এটার সামর্থ্যকে সেকেলে হতে দেব না। ২০১০ সালের পর এই প্রথম মার্কিন সামরিক বাহিনী ভবিষ্যত পারমাণবিক হুমকির বিষয়ে তাদের উপলব্ধির রূপরেখা প্রকাশ করল। প্রস্তাবিত যুদ্ধ কৌশল সংক্রান্ত পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারকে বৃদ্ধি করবে না, যেটা আগে থেকেই বিবেচনাধীন। কিন্তু বিদ্যমান ওয়ারহেডকে ভিন্ন উদ্দেশে ব্যবহার করা হবে। -বিবিসি
×