ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩০মার্চ গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলন

প্রকাশিত: ০৮:১১, ৩ ফেব্রুয়ারি ২০১৮

 ৩০মার্চ গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করে প্রগতিশীল শক্তিকে বিজয়ী করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে নির্বাচনকালীন সরকারের অধীনে এবং সব দলের অংশগ্রহণেই হবে। শুক্রবার বিকেল ৪টায় পার্টির কাপাসিয়া উপজেলা কার্যালয়ে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে আগামী ৩০ মার্চ পার্টির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার এ কথা বলেন। তিনি বলেন, জনগণের সমস্যা উপলব্ধি করতে পারেন এমন নেতাকে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন দিলে জয়লাভ করা সহজ হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এ সরকারকে পুনরায় জয়যুক্ত করতে হবে। এজন্য গণতন্ত্রী পার্টির প্রতিটি নেতাকর্মীকে নিবেদিত হয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে । রেজাউল করিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঃ রাজ্জাক খান, সাংগঠনিক সম্পাদক উৎপল বণিক, সমাজ কল্যাণ সম্পাদক নিমাই চন্দ্র দাস, প্রচার সম্পাদক আকতারুজ্জান, আঃ লতিফ, আলি আকবর প্রমুখ। -বিজ্ঞপ্তি
×