ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিজনভ্যানে বিএনপির হামলা

আমান ও নাজিমসহ বিএনপির তিন শ’ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৭:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০১৮

আমান ও নাজিমসহ বিএনপির তিন শ’ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের ওপর হামলা ও প্রিজনভ্যান ভেঙ্গে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। সেই অভিযানে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিএনপি নেতা আমান উল্লাহ আমান, নাজিমউদ্দিন আলম, এবিএম মোশাররফসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব মিলিয়ে গত চারদিনে প্রায় তিন শ’ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে মহাখালী ডিওএইচএসের একটি বাসা থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে গ্রেফতার করে র‌্যাব। একই বাসা থেকে দলটির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলমকেও গ্রেফতার করা হয়। পুলিশের ওপর হামলার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান জানিয়েছেন। এই দুজনের আগে বিকেলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। গত ৩০ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে ফেরার পথে হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলা চালায় বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মীরা। লাঠিসোটা, ইটপাটকেল দিয়ে নির্মমভাবে পুলিশকে আহত করা হয়। পুলিশের প্রিজনভ্যান ও পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সোহাগ মজুমদার (৩৮) ও ওবায়দুল হক মিলনকে (৪০)। হামলাকারীরা প্রায় ঘণ্টাখানেক সময় ধরে হাইকোর্টসহ আশপাশের এলাকায় একটানা তান্ডব চালিয়ে রীতিমত রণক্ষেত্র সৃষ্টি করে। এ ঘটনায় শাহবাগ ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান খোকন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ অনেক নেতাকর্মীকে আটক করে পুলিশ ও র‌্যাব এবং ডিবি পুলিশ। দায়েরকৃত মামলার আসামি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার গণমাধ্যমকে জানান, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্রদলের সাবেক নেতা মোশাররফকে আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কোন বক্তব্য শুক্রবার রাত দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। রিজভী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে এ বি এম মোশাররফ হোসেনকে টঙ্গী থেকে ঢাকায় ফেরার পথে উত্তরার কাছ থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায়। আর আমান ও নাজিমকে ধরতে র‌্যাব-১ এর একদল সদস্য রাত সাড়ে ৮টার দিকে মহাখালী ডিওএইচএসের ওই বাসা ঘিরে ফেলে। শনিবার হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের আগে দলের নেতাদের গ্রেফতারে সরকারের ‘ফ্যাসিবাদী আচরণের’ বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। অবিলম্বে নেতাদের মুক্তি দাবি করেন তিনি। বিএনপির দাবি গত চারদিনে অন্তত পৌনে তিন শ’ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
×