ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় মালবাহী দুই ট্রেনের সংঘর্ষ ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৭:১৮, ২ ফেব্রুয়ারি ২০১৮

ভাঙ্গুড়ায় মালবাহী দুই ট্রেনের  সংঘর্ষ ॥ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সিগন্যাল অমান্য করায় বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া স্টেশনের কাছে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালক (লোকো মাস্টার) আশিকুর রহমান ও বশির আহম্মেদ আহত হয়েছেন। ঘটনার পর তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ট্রেনের চালক বসির আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মধ্যে ট্রেন চলাচলে সামান্য বিঘœ ঘটে।এ ঘটনায় রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, বিভাগীয় টেলিকম কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ হাসানুজ্জামান। কমিটির সদস্যদের আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চট্টগ্রামের দেওয়ানহাটে যাচ্ছিল । এ সময় সিগন্যাল অমান্য করে সিরাজগঞ্জ থেকে আসা আর একটি মালবাহী ট্রেন দর্শনার দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে ভাঙ্গুড়া রেলস্টেশনের অদূরে এদু’ ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে ট্রেনসহ রেললাইনের ব্যাপক ক্ষতি হয়।
×