ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:১৮, ২ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো  খবর

জমি নিয়ে সংঘর্ষ ॥ নিহত এক নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১ ফেব্রুয়ারি ॥ শাহজাদপুরে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হয়েছে একজন ও আহত হয়েছে প্রায় ৪০ জন। জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার নরিনা ইউপির বাতিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আঃ বাতেন ফকির গ্রুপ ও আশরাফ গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় বাতিয়া দক্ষিণপাড়া গ্রামের ফিরোজ ফকিরের ছেলে রাসেল (২৮) প্রতিপক্ষের ফালার আঘাতে নিহত হয়েছে। এসময় বাড়িঘর লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। তালতলীতে ২৫০ হাঙ্গর জব্দ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১ ফেব্রুয়ারি ॥ তালতলী উপজেলার আশারচরের বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা নদীর মোহনা থেকে বুধবার রাতে ২৫০ কামোট (হাঙ্গর) মাছের বাচ্চা জব্দ করা হয়েছে। উপজেলা নিদ্রা সকিনা কোস্টগার্ডের সদস্যরা ২টি মাছ ধরা ট্রলারে অভিযান চালিয়ে নিষিদ্ধ প্রজাতির এ হাঙ্গর মাছ জব্দ করে। জানা গেছে, উপজেলা নিদ্রা সকিনা কোস্টগার্ড সদস্যরা বুধবার রাতে অভিযান চালায়। এ সময় বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা নদীর মোহনা আশারচর এলাকা থেকে ২৫০ টি নিষিদ্ধ প্রজাতির হাঙ্গরের বাচ্চা জব্দ করে। যার ওজন ৪০০ কেজি। এ হাঙ্গর জাতীয় মাছগুলোতে বিষাক্ত পদার্থ থাকায় কোস্টগার্ড সদস্যরা কেরোসিন দিয়ে পুড়িয়ে পুঁতে রেখেছে। তালতলী উপজেলা মৎস্য অফিসার শামিম আহমেদ জানান, বঙ্গোপসাগরে ৫২৭ প্রজাতির হাঙ্গর রয়েছে। এর মধ্যে এ জাতীয় হাঙ্গরগুলোতে বিষাক্ত পদার্থ থাকে। তাই এগুলোকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছে। কুমিল্লায় সাত বন্দুক উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১ ফেব্রুয়ারি ॥ সবজিবাহী একটি পিকআপ ভ্যান থেকে ৭টি কাটাবন্দুক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির সামনে ওই পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় ওই পিকআপ ভ্যানের চালক রুবেল ও তার সহযোগী আল-আমিনকে গ্রেফতার করা হয়। নাশকতার উদ্দেশে অস্ত্রের এ চালানটি কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নেয়া হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে একটি সবজিবাহী পিকআপ ভ্যানে (চট্টমেট্রো-ন ১১-৬৩৮২) তল্লাশী চালায় জেলার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ। এসময় ওই পিকআপ ভ্যানে সবজির নিচে থাকা সাদা প্লাস্টিকের একটি বস্তা থেকে ৭টি দেশীয় কাটাবন্দুক উদ্ধার করা হয়। ব্যাটারিচালিত রিক্সা বন্ধের দাবি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকাল দশটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। শেষে সিটি মেয়রসহ জেলা প্রশাসক দফতরে স্মারকলিপি প্রদান করেছেন মহানগর রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম ভাষানীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আখতার হোসেন, সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক বাদল প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের দফতরে গিয়ে স্মারকলিপি পেশ করা হয়।
×