ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্লেয়ার ট্রান্সফার নিয়ে কোন নিয়ম নেই বাফুফের

প্রকাশিত: ০৭:০৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

প্লেয়ার ট্রান্সফার নিয়ে কোন নিয়ম নেই বাফুফের

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকটা পেটে-ভাতেই তৃতীয় বিভাগ ফুটবলে খেলছে ফুটবলাররা। স্বপ্ন একদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। তবে আর্থিক অনিশ্চয়তায় দ্রুতই হারিয়ে যাচ্ছে প্রতিভাবান অনেক ফুটবলার। এদিকে প্লেয়ার ট্রান্সফার নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সুনির্দিষ্ট কোন নিয়ম না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফুটবলাররা। শুধু নামেই পেশাদার ফুটবল, দীর্ঘ একযুগেও আসলে পেশাদার হতে পারেনি বাফুফে। গত বছরের শুরুতে ফুটবলে পেশাদারিত্ব আনতে ক্লাবগুলোর সঙ্গে এএফসির কর্তাদের সভা-সেমিনার কোন লাভ হয়েছে কী? বিপিএলে দল-বদলটাই সার, প্লেয়ার ট্রান্সফারে বাফুফের সুনির্দিষ্ট কোন নিয়ম নেই, সমঝোতার মাধ্যমে হচ্ছে দলবদল। যে কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছে ক্লাবগুলো, আর লোকসান হচ্ছে ফুটবলারদের। তারপরও লীগে পার্টিসিপেশন মানি নিয়ে বাফুফের গড়িমসি, ঠিকমতো খেলোয়াড়দের বেতন দিতে পারছেন না ক্লাব কর্তারা। পাইওনিয়ার ফুটবলে কোন দলবদল নেই। এক ক্লাবে থেকে গেলে প্রশিক্ষণ বাবদ তিন হাজার টাকা দেবার কথা থাকলেও ২০১৬ সালের পর কোন অর্থ পায়নি পাইওনিয়ারে খেলা কোন ক্লাব। যে কারণে ফুটবল তৈরিতে আগ্রহ হারাচ্ছেন সংগঠকরা। এতকিছুর পরও থেমে নেই ফুটবলারদের মাঠে আসা। অনেকটা লোকচক্ষুর আড়ালেই কমলাপুর স্টেডিয়ামে চলছে তৃতীয় বিভাগ ফুটবল লীগ। টুর্নামেন্ট নিয়ে কোন প্রচার-প্রচারণা নেই। ফুটবলাররা খেলছেন অনেকটা বিনা পয়সায়। শুধু ক্লাবই নয়, ফুটবল উন্নয়নে পেশাদারিত্ব দেখাতে হবে ফেডারেশনকে। আর সেটা নিশ্চিত হলে দেশের ফুটবলে সুদিন ফিরে আসবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
×