ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওজনিয়াকির স্বপ্ন আরও বড়

প্রকাশিত: ০৭:০৪, ২ ফেব্রুয়ারি ২০১৮

ওজনিয়াকির স্বপ্ন  আরও বড়

স্পোর্টস রিপোর্টার ॥ হাল না ছাড়লে যে ফল মেলে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনেই তার প্রমাণ পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। দীর্ঘ সময় পর এসে জিতলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ। ফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সিমোনা হ্যালেপকে পরাজিত করে স্বপ্নের শিরোপায় চুমো খান ডেনমার্কের এই প্রতিভাবান খেলোয়াড়। ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের পর থেকেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন ক্যারোলিন ওজনিয়াকি। এই অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি জেতায় এখন অনেক বেশি আত্মবিশ্বাসী দীর্ঘদিন পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা ড্যানিশ টেনিস তারকার। স্বপ্নের পরিধিটা তার এখন বেড়ে গেছে বহুগুণ। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সপ্তাহ পার হতে না হতেই ক্যারোলিন ওজনিয়াকি চলে গেছেন রাশিয়ায়। সেন্ট পিটার্সবার্গ লেডিস ট্রফিতে অংশ নিতে বুধবারই সেখানে পৌঁছে যান তিনি। সেখানে গিয়েই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এই শীর্ষ তারকা জানান, তার লক্ষ্য এখন আরও শিরোপা জেতা। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে ২৭ বছরের এই টেনিস তারকা বলেন, ‘আরও আগেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলাম। অবশেষে গ্র্যান্ডস্লাম জয়েরও স্বাদ পেলাম। সেই সঙ্গে র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার স্থানটাও ফিরে পেয়েছি। এই অনুভূতিটা সত্যিই বিশেষ রকমের। তবে খুব সহজে সম্ভব হয়নি তা। অনেক কিছুরই সমষ্টিগত ফল বলতে পারেন এই অর্জনকে। অনেক পথ পাড়ি দিয়েই এই পর্যন্ত আসতে হয়েছে। তবে সত্যি কথা বলতে, এই পথটা খুবই উপভোগ করেছি।’ এরপরই আসেন সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্ট প্রসঙ্গে। এখানেও নিজের সেরাটা ঢেলে দিতে চান তিনি। এ প্রসঙ্গে ক্যারোলিন ওজনিয়াকি বলেন, ‘সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টে আমার সেরাটা ঢেলে দিতে চাই। আমার মূল লক্ষ্য এখানে চ্যাম্পিয়ন হওয়া।’ এই টুর্নামেন্টে সরাসরি শেষ ষোলোতে খেলবেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ ১৬ বছর বয়সী পোতাপোভা। বয়সে কম হলেও ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন এই কিশোরী। জুনিয়র উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন পোতাপোভা। তবে ক্যারোলিন ওজনিয়াকি অবশ্য প্রতিপক্ষ নিয়ে খুব ভাবছেন না বরং নিজের দিকেই শতভাগ খেয়াল রাখছেন তিনি। এ প্রসঙ্গে ড্যানিশ টেনিস তারকার সোজাসাপ্টা উত্তর, ‘আমার নিজের কন্ডিশন এবং নিজের খেলার দিকে মনোযোগ দেয়াটাই এখন বেশি গুরুত্বপূর্ণ।’ এই টুর্নামেন্টে ফেবারিট হিসেবে খেলতে নেমেছেন জেলেনা ওস্টাপেঙ্কোও। দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালের টিকেটও নিশ্চিত করে নিয়েছেন তিনি। বুধবার ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৮/৬) এবং ৬-৩ গেমে পরাজিত করেন রাশিয়ার ভেরা জোনারেভাকে। প্রতিপক্ষকে হারাতে এদিন তিনি সময় নেন এক ঘণ্টা ৩৮ মিনিট। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই হিসেবে খেলতে নামা ওস্টাপেঙ্কোর শেষ আটের লড়াইটা আরও কঠিন। কেননা সেখানে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছেন দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা অথবা রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুকে। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে থাকা এই প্রতিভাবান খেলোয়াড়। বরং অতীত স্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে এবার নিজের সেরাটা ঢেলে দিতে চান মহিলা এককেও। এ প্রসঙ্গে গত মৌসুমে ডাবলসের চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কো বলেন, ‘এই ইভেন্টে আমার মধুর স্মৃতি রয়েছে। কেননা গত মৌসুমেও এখানে দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আশাকরি এবার মহিলা এককেও নিজের সেরা খেলাটা উপহার দিতে পারব।’ এই টুর্নামেন্টে বুধবার অবশ্য চমকে দিয়েছেন রাশিয়ান বাছাই এলিনা রিবাকিনা। কেননা বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪৫০ নম্বরে থাকা এই খেলোয়াড় যে এদিন বিদায় করে দিয়েছেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই ক্যারোলিয়ান গার্সিয়াকে! দুই ঘণ্টা ২৬ মিনিট লড়াইয়ের পর রিবাকিনা এদিন ৪-৬, ৭-৬ (৮/৬) এবং ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করেন ক্যারোলিন গার্সিয়াকে।
×