ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিএনপির নির্বাহী কমিটির সভা লা মেরিডিয়ানে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির নির্বাহী কমিটির সভা লা মেরিডিয়ানে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা করা হচ্ছে রাজধানীর বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার জন্য আধা ডজন ভেন্যুতে যোগাযোগ করে বিফল হওয়ার পর হোটেল লা মেরিডিয়ানে করার অনুমতি পাওয়া গেছে বলে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে দলের পরবর্তী করনীয় ঠিক করতে নির্বাহী কমিটির বৈঠক করার সিদ্ধান্ত নেয় বিএনপি। খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব ইতোমধ্যেই সকল নির্বাহী কমিটির সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য নোটিশ দিয়েছেন। বিএনপির গঠনতন্ত্র অনুসারে স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টাসহ বর্তমানে ৫৯২ জন নির্বাহী কমিটির সদস্য রয়েছে। এছাড়া গঠনতন্ত্র বলেই বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলার সভাপতি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য। জানা যায়, মামলার রায়ে খালেদা জিয়ার জেল হলে কিভাবে দল পরিচালিত হবে, আন্দোলন কর্মসূচী কি হবে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত কি হবে এসব কিছু নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হবে। প্রথমেই নির্বাহী কমিটির সদস্যদের মতামত নেয়া হবে। সবশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শনিবারই এ কমিটির প্রথম বৈঠক হচ্ছে। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর বর্তমান জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পূর্ব ঘোষণা অনুসারে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রিজভী বলেন, নির্বাহী কমিটির সভা করার জন্য কোথাও আমাদের জায়গা দেয়া হয়নি। আমরা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ, মতিঝিলের হোটেল পূর্বাণী ও বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘রাজদর্শন’ হলসহ বেশ ক’টি ভেন্যুতে করার জন্য আবেদন করেছিলাম এবং টাকাও জমা দিয়েছিলাম। এর মধ্যে বসুন্ধরায় আমাদের অনুমতি দিয়েও পরে তারা বাতিল করে দেয়। তারপর তারা টাকা ফেরত দিয়ে বলে সেখানে সংস্কারের অনেক কাজ বাকি আছে, তাই সভা করতে দেয়া যাবে না। রিজভী বলেন, চারদিকে আমরা খবর নিয়েছি যেখানে যেখানে নির্বাহী কমিটির সভা কারা যায় সেসব স্থানের কোথাও আমাদের অনুমতি দেয়া হয়নি। অনেক খোঁজাখুঁজির পর লা মেরিডিয়ান হোটেল কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেছে। যথানিয়মে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সেখানে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হয়েছে। লা মেরিডিয়ানে সভা করার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকেও কোন আপত্তি থাকবে না বলে আমরা আশা করছি। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেন প্রতিযোগিতায় নেমেছ, কে কতটা বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করতে পারে। যেন প্রধানমন্ত্রীকে খুশি করতেই তারা নির্দয়তার সীমা অতিক্রম করছে। আর এর ওপরেই যেন নির্ভর করছে তাদের পুরস্কার, পদোন্নতি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিবেকহীনতা এখন জাতি ও জনগণের জন্য সবচেয়ে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছেন। সরকারের দুঃশাসন জনগণের নাগরিক স্বাধীনতাকে জাদুঘরে পাঠিয়ে এখন প্রধানমন্ত্রী নিজে সকল নির্বাচনী আইন অমান্য করে সিলেটসহ বিভিন্ন অঞ্চলে নৌকায় ভোট চাচ্ছেন। তিনি বলেন, প্রহসন আর কমেডির নানা মাত্রা দেখতে পাওয়া যায় ক্ষমতাসীন দলের বড় বড় নেতাদের বক্তব্য-বিবৃতিতে।
×