ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্সেনালের হার, লিভারপুলের জয়

প্রকাশিত: ১৭:২৮, ৩১ জানুয়ারি ২০১৮

আর্সেনালের হার, লিভারপুলের জয়

অনলাইন ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দুই দল প্রতিপক্ষের মাঠ থেকে দুই রকম অভিজ্ঞতা নিয়ে ফিরেছে। সোয়ানসি সিটির কাছে হেরে গেছে আর্সেনাল। হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে জিতেছে লিভারপুল। মঙ্গলবার রাতে লিগের নিচের দিকের দল সোয়ানসির কাছে ৩-১ গোলে হারে আর্সেন ভেঙ্গারের আর্সেনাল। আর হাডার্সফিল্ডের মাঠে ৩-০ গোলে জিতে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। অলিভিয়ে জিরুদ ও হেনরিক মিখিতারিয়ানকে বেঞ্চে বসিয়ে খেলতে নামা আর্সেনাল ৩৩তম মিনিটে এগিয়ে যায়। জার্মান মিডফিল্ডার মেসুট ওজিলের বাড়ানো বল স্লাইড করে জালে জড়িয়ে দেন নাচো মনরিল। চলতি মৌসুমে আর্সেনালের জার্সিতে চতুর্থ গোল করলেন স্পেনের এই ডিফেন্ডার। এরপর থেকে উল্টো রথে চেপে বসে দলটি। আর্সেনালের এগিয়ে যাওয়ার আনন্দ এক মিনিট পরই কেড়ে নেয় সোয়ানসি। আলফি মাউসনের রক্ষণচেরা পাস থেকে পাওয়া বল বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষে পৌঁছে দেন স্যাম ক্লুক্যাস। গোলরক্ষকের হাস্যকর ভুলে ৬১তম মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল। স্কোড্রান মুস্তাফির ব্যাক পাস পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হওয়া পেতর চেক বল তুলে দেন জর্ডান আইয়ুর পায়ে। সুযোগটা অনায়াসে কাজে লাগান ঘানার এই ফরোয়ার্ড। ৭১তম মিনিটে সোয়ানসির নাথানের শট পোস্টে লেগে ফিরলে আর্সেনালের ম্যাচে ফেরার আশা বেঁচে থাকে। কিন্তু ৮৬তম মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণ চেক পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ক্লুক্যাস লক্ষ্যভেদ করেন এবং ম্যাচ থেকে ছিটকে পড়ে ভেঙ্গারের দল। ২৩ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে থাকা সোয়ানসি ২৫ ম্যাচে পায় ষষ্ঠ জয়ের স্বাদ। এদিকে শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও হাডার্সফিল্ডের রক্ষণের তেমন কোনো পরীক্ষায় নিতে পারছিল না লিভারপুল। ২৬তম মিনিটে এগিয়ে যাওয়া গোলের দেখা পায় তারা। বাঁ দিক থেকে মোহামেদ সালাহর ক্রস এক ডিফেন্ডার হেড করে ফেরানোর পর বল পেয়ে যান এমরে কান। ২৫ গজ দূর থেকে জার্মান এই মিডফিল্ডারের ডান পায়ের জোরালো ভলি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে লিগে ১৪তম জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় লিভারপুল। সাদিও মানের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রবের্ত ফিরমিনোর দুরূহ কোণ থেকে নেওয়া শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। ৭৮তম মিনিটে স্পট কিক থেকে স্কোরলাইন ৩-০ করার সঙ্গে চলতি লিগে নিজের ১৯তম গোলটিও করেন সালাহ। ডি-বক্সের ভেতর ফিরমিনো ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ৫ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার। সপ্তম হারের স্বাদ পাওয়া আর্সেনাল ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ। ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি।
×