ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিবছর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে আক্রান্ত হন ২৭ হাজার নারী

প্রকাশিত: ০৬:০৪, ৩১ জানুয়ারি ২০১৮

প্রতিবছর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে আক্রান্ত হন ২৭ হাজার নারী

স্টাফ রিপোর্টার ॥ দেশে মহিলাদের মধ্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছর নতুনভাবে জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে নতুন আক্রান্ত হয় প্রায় ২৭ হাজার জন। এর মধ্যে ১১ হাজার ৯৫৬ জন মহিলা জরায়ুমুখ ক্যান্সারে এবং ১৪ হাজার ৮৩৬ জন মহিলা স্তুন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় প্রায় ১৪ হাজার। এদের মধ্যে ৬ হাজার ৫৮২ জন মহিলা জরায়ুমুখ ক্যান্সারে এবং ৭ হাজার ১৪২ জন মহিলা স্তন ক্যান্সারে মারা যায়। এমন ক্যান্সারের ভয়াবহতা রোধ করতে জনসচেতনতা জাগানোর বিকল্প নেই। মঙ্গলবার দেশে তৃণমূল পর্যায়ে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার কমিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণের জন্য জাতীয় কেন্দ্র স্থাপন প্রকল্প’-এর উদ্যোগে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত ডেসিমিনেশন সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। ভায়া ও সিবিই স্ক্রিনিংসহ জারায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার নির্ণয়সহ চিকিৎসাসেবায় অবদান ও ভূমিকা রাখায় সংশ্লিষ্ট বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ে উর্ধতন ব্যক্তিবর্গ, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, সিভিল সার্জন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র, মা ও শিশুকল্যাণ কেন্দ্র, কল্পোস্কপিস্ট ও সিনিয়র স্টাফ নার্সবৃন্দকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি।
×