ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৬:০৬, ৩০ জানুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সকল প্রস্তুতি সম্পন্ন। নগর জুড়ে উৎসবের আমেজ। উৎফুল্ল নেতাকর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজ মঙ্গলবার বিভাগীয় নগরী সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো সিলেট জুড়ে নিñিদ্র নিরাপত্তা সৃষ্টি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সিলেটজুড়ে অনেকটা আগেভাগেই নির্বাচনী আমেজ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে আসন্ন সিটি ও জাতীয় নির্বাচনের প্রচার শুরু হবে, এমন ধারণা নিয়েই অপেক্ষার সময় অতিবাহিত করছেন সবাই। দলের নেতাকর্মীরা বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর এ সফরকে স্বাগত জানাচ্ছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকাল ১০টা ৪০ মিনিটের সময় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে দরগাহ এলাকায় যাবেন। মাজার জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় শাহপরাণ মাজার জিয়ারতের উদ্দেশে সড়কপথে শাহপরাণ মাজারে যাবেন। দুপুর ১২টায় সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারত করতে নগরীর কুশিঘাটের উদ্দেশে রওনা হবেন। পরে বেলা পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য অবস্থান করবেন। বেলা ২টা ৪০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে বিকেল সোয়া ৫টায় বিমানযোগে ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ উল আলম স্বাক্ষরিত এবং সিলেটের জেলা প্রশাসক প্রেরিত এক সফরসূচীতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, একই বছরের ২৩ নবেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ঐ দিন জনসভায় বক্তব্য দেয়ার কথা থাকলেও জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছিল। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অধিক তৎপর রয়েছেন সিটি ও জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। শহরজুড়ে তোরণ, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন টানিয়ে প্রধানমন্ত্রীর নজরকাড়ার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। সিটি মেয়র আর বিভিন্ন আসনের সাংসদ পদপ্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। নিজেদের সপক্ষে ব্যাপক শো-ডাউনেরও প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় লোক সমাগমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে চান তাঁরা। আর দলীয়ভাবে আওয়ামী লীগও সরকারের শেষ সময়ে এসে প্রধানমন্ত্রীর জনসভার মাধ্যমে নিজেদের জনপ্রিয়তাকে তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছে। কোন্দল আর বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবেও এ জনসভাকে দেখছেন সিলেটের দলীয় শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে থাকছে চার স্তরের নিরাপত্তা বলয়। পাশাপাশি নগরীতে প্রায় একশ’টি চেক পোস্ট স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলীয়া মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে দুটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে সিসি ক্যামেরার সাহায্যে জনসভাস্থল এবং জনসভা মঞ্চ পর্যবেক্ষণ করা হবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোঃ আব্দুল ওয়াহাব জানান, সিলেটে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। এর মধ্যে রয়েছে, পোশাকধারী পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ, র‌্যাব ও এপিবিএন। তিনি জানান, আলীয়া মাঠে নির্মিত ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক জনসভাস্থল মনিটরিং করা হবে। জনসভার আশপাশ এলাকাও সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে বলে। এর বাইরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরাও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন বলেও জানান তিনি। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব পড়েছে সিলেটে। প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
×