ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড দুর্ঘটনায় শ্রমিক নিহত

প্রকাশিত: ০৪:২৪, ৩০ জানুয়ারি ২০১৮

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড দুর্ঘটনায় শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম)২৯ জানুয়ারি ॥ সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড দুর্ঘটনায় মোঃ বোরহান উদ্দিন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার সোনাইছড়ি বার আউলিয়া সাগর উপকূল এলাকায় এ শিপ ইয়ার্ডের দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার সোনাইছড়ি বার আউলিয়ার বক্তারপাড়া এলাকার সিরাজুল হকের পুত্র। জানা যায়, উপজেলার সোনাইছড়ি বার আউলিয়া সাগর উপকূল এলাকায় নুরুন নবী মানিকের মালিকানাধীন প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন শিপ ইয়ার্ডে পাইপ দিয়ে প্লেইট পাল্টানোর সময় মাথায় গুরুতর আঘাত পায় ইয়ার্ড শ্রমিক বোরহান। দুর্ঘটনার পর পর অন্য শ্রমিকরা আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে, ইয়ার্ড মালিকের নিজস্ব কোন এ্যাম্বুলেন্স না থাকায় হাসপাতালে নিতে দুই ঘণ্টারও বেশি সময় বিলম্ব হয়। এতে শ্রমিকের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে মহাসড়ক থেকে একটি যাত্রীবাহী ৮নং বাস ভাড়া করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতলে প্রেরণ করেন। বিলম্বিত সময় ক্ষেপণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে শ্রমিককে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। ঝিনাইদহে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ জানুয়ারি ॥ ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার নিমতলা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, একদল ডাকাত সদর উপজেলার হলিধানী-বাজারগোপালপুর সড়কের নিমতলা ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে খাইরুল ইসলাম নামে একজনে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শূটারগান ও ৩ রাউন্ড গুলি।
×