ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাজুয়াল শ্র্রমিকদের কর্মসূচীর মুখে সিবিএর সঙ্গে বিমানের জরুরী বৈঠক আজ

প্রকাশিত: ০৭:৪৮, ২৯ জানুয়ারি ২০১৮

ক্যাজুয়াল শ্র্রমিকদের কর্মসূচীর মুখে সিবিএর সঙ্গে বিমানের জরুরী বৈঠক আজ

স্টাফ রিপোর্টার ॥ ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবিতে ৩১ জানুয়ারির পর থেকে কোন ওভারটাইম না করার সিদ্ধান্তের মুখে আজ (সোমবার) সিবিএ-এর সঙ্গে জরুরী বৈঠক ডেকেছে বিমান। সিবিএ-এর অনড় অবস্থানের দরুণ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এ বৈঠকের উদ্যোগ নেন এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ। তিনি জনকণ্ঠকে বলেন, অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে বিমান শ্রমিকলীগ-সিবিএ নেতাদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি এ বৈঠকের ফলাফল শান্তিপূর্ণ হবে। সিবিএ সভাপতি মশিকুর রহমানও একই অভিমত ব্যক্ত করে বলেছেন, আমরা বিমানের সার্বিক মঙ্গল কামনা করি বলেই আলোচনায় সাড়া দিয়েছি। এদিকে বৈঠকে কি ধরনের সিদ্বান্ত নেয়া হবে তা জানাতে অপারগতা প্রকাশ করেন ক্যাপ্টেন এএম মোসাদ্দিক আহমেদ। শুধু বলেছেন- তবে এই বৈঠকের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের হবে। উল্লেখ্য- গত ৪ জানুয়ারি ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আল্টিমেটাম দেয় বিমান শ্রমিক লীগ। ওই দিন বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে আয়োজিত সমাবেশে সিবিএ সভাপতি মশিকুর রহমান ৩১ জানুয়ারির মধ্যে চাকরি স্থায়ী না করলে আন্দোলনে যাওয়ার ডাক দেয়।
×