ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশুদের মাঝে গণতন্ত্র চর্চায় আসছে স্টুডেন্টস কেবিনেট

প্রকাশিত: ০৫:০৮, ২৯ জানুয়ারি ২০১৮

 শিশুদের মাঝে  গণতন্ত্র চর্চায় আসছে স্টুডেন্টস কেবিনেট

স্টাফ রিপোর্টার ॥ ভর্তির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ, উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করা আর শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার লক্ষ্যকে সামনে রেখে বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের দ্বিতীয় পর্ব আজ। ২২ হাজার ৬৪৪টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের যেসব প্রতিষ্ঠানে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়নি আজ সোমবার সেখানে শিক্ষার্থীরাই নির্বাচন করবে তাদের নেতা-নেত্রী। কেউ হবে প্রধানমন্ত্রী, কেউ হবে শিক্ষামন্ত্রী, কেউ হবে পরিবেশ মন্ত্রী, কেউ হবে স্বরাষ্ট্রমন্ত্রী আবার কেউ হবে ক্রীড়ামন্ত্রী। কেউ দেখবে শিক্ষা, কেউ দেখবে স্কুলের পরিবেশ, কেউ দেখবে আইনশৃঙ্খলা আবার কেউ দেখবে খেলাধুলার সব বিষয়। শিক্ষা অধিদফতর ও জাতীয় শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) জানিয়েছে, প্রথম দিনের সফল আয়োজনের দ্বিতীয় দিনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বড় পরিসরে নির্বাচনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালন সম্পর্কে নীতিমালায় বলা হয়েছে, এ নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার এবং আইনশৃঙ্খলার দায়িত্ব ছাত্রছাত্রীরাই পালন করবে। শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটি এবং অভিভাবকরা এ বিষয়ে সহযোগিতা করবেন। নির্বাচনে মুদ্রিত কোন পোস্টার ও প্রতীক ব্যবহার করা হবে না। স্টুডেন্ট কেবিনেটের মেয়াদ হবে এক বছর।
×