ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাট্যদল সম্মাননা ও ‘ইতিবৃত্ত’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৪:২৪, ২৯ জানুয়ারি ২০১৮

 নাট্যদল সম্মাননা ও ‘ইতিবৃত্ত’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ তারুণ্যদীপ্ত নাট্যসংগঠন ‘নাট্যদল টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি ‘নাট্যদল সম্মাননা-২০১৮’ প্রদান করে। এ উপলক্ষে শনিবার রাজধানীর ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ম-লীর সদস্য ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস প্রমুখ। এবার এ আয়োজনে নাট্য নির্দেশক হামিদুর রহমান পাপ্পুকে সম্মাননা দেয়া হয়। শেষে নাট্যদলের ‘ইতিবৃত্ত’ নাটকের মঞ্চায়ন হয়। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। সার্বিক তত্ত্বাবধানে ও প্রযোজনা অধিকর্তা নাট্যদলের দলীয় প্রধান সাগর সরদার। নাট্যদলের ‘ইতিবৃত্ত’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন-কর্নেল হাসান, মানিক শুভ্র, মাসুম বিল্লাহ, সুমানিক, কামরুল ইসলাম, উপমা মজুমদার, আনোয়ার হোসেন, আল আমিন, খালিদ আল হাসিব, নূপুর নাহার, ফাহিম, নোমান, শাকিল, সজিব হোসাইন ও সাগর সরদার । নাটকটির আলোক পরিকল্পনা করেছেন সঞ্জিব কুমার দে। সঙ্গীত পরিকল্পনায় মোঃ আলমগীর, সঙ্গীত সঞ্চালক শাকিল আহম্মেদ ও শফিকুল ইসলাম, নেপথ্যে বর্ণনা তাসমী চৌধুরী, শিশু কণ্ঠ জেনিতা রহমান হিয়া । সম্মাননা প্রাপ্ত হামিদুর রহমান পাপ্পু দেশের তরুণ একজন নাট্য নির্দেশক। ইতোমধ্যেই নিজ সৃজনী কর্মের মাধ্যমে নির্দেশক হিসেবে সাফল্যের ঝুলিতে যোগ করেছেন অনেক অর্জন। এই তরুণ নাট্য নির্দেশক এ যাবত সাফল্যের সঙ্গে ৮টি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশিত নাটকগুলো হলো মনোজ মিত্রের ‘প্রভাত ফিরে এসো’ ও ‘পাখি’,‘আন্তন চেখভের’, ‘দি প্রোপোজাল’, ‘বর্বর’, মমতাজউদ্দীন আহমেদের ‘স্বাধীনতা সংগ্রাম’ ও ‘মন্টু মিয়ার বায়োস্কোপ’, রাজকুমার মুখোপাধ্যায়ের ‘ব্যবধান’, এবং সর্বশেষ জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের ছায়া অবলম্বনে নাট্যদল টিএসসির ‘ইতিবৃত্ত’।
×