ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রশিদ খানের মূল্য ৯ কোটি রুপী

প্রকাশিত: ০৬:৪৬, ২৮ জানুয়ারি ২০১৮

রশিদ খানের মূল্য ৯ কোটি রুপী

স্পোর্টস রিপোর্টার ॥ বেঙ্গালুরুতে ২০১৮ আইপিএলের নিলামের প্রথমদিন শনিবারের চমক রশিদ খান। গত আসরে খেলা ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ এবার পুনরায় তাকে দলে ভেড়াতে ৯ কোটি রুপী খরচ করেছে। যেখানে আগেরবার তিনি ৪ কোটি রূপী পেয়েছিলেন। এবার তার দাম ৫ কোটি বেড়েছে। অথচ একই ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেয়েছে ভিত্তিমূল্য ২ কোটি রুপীতেই। ২ কোটি ২০ লাখে আরেক টাইগার তারকা মুস্তাফিজকে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর ১২ কোটি ৫০ লাখ রুপীতে বেন স্টোকসকে কিনে নিয়েছে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা রাজস্থান রয়্যালস। রশিদ যেখানে বাজিমাত করেছেন সেখানে নিলামের প্রথমদিনে দল পাননি টি২০’র বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। ১৯ বছর বয়সী আফগান স্পিনার রশিদের ভিত্তি ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপী। কিন্তু হায়দরাবাদ, কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের দর কষাকষিতে ৯ কোটি রুপীতে গিয়ে ঠেকে তার মূল্য। তাকে দলে ভেড়াতে পাঞ্জাব ও মুম্বাই যথেষ্ট টক্কর দিয়েছিল। এমনকি পাঞ্জাব তাকে ৯ কোটি রুপী দিয়ে দলেও নিয়ে নিয়েছিল। কিন্তু পুরনো ক্লাব হওয়ায় হায়দরাবাদ তাদের ম্যাচ কার্ড ব্যবহার করে পাঞ্জাবের কাছ থেকে রশিদকে ছিনিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে বল হাতে বেশ ভাল করছেন তরুণ লেগস্পিনার। আইপিএল, বিপিএলে, সিপিএল ও বিগ ব্যাশে খেলছেন তিনি। গত বছর হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। নিলামের প্রথম সকালে সবচেয়ে বড় ঝড় তোলেন স্টোকস। যদিও গতবারের মতো পারিশ্রমিক পাচ্ছেন না ইংলিশ অলরাউন্ডার। ২ কোটি ভিত্তি মূল্যের স্টোকসকে ১২ কোটি ৫০ লাখ রুপীতে নিয়েছে আইপিএলে ফিরে আসা রাজস্থান। ১৪ কোটি ৫০ লাখ রুপী পারিশ্রমিকে আগের আসরে সবচেয়ে দামী বিদেশী ক্রিকেটার ছিলেন তিনি। এছাড়া ফর্মে থাকা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে ৯.৪০ কোটি রুপীতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গ্লেন ম্যাক্সওয়েল এবার ৯ কোটি রুপীতে খেলবেন দিল্লী ডেয়ার ডেভিলসে। মোট ৫৮০ ক্রিকেটার নিয়ে দুদিনব্যাপী ১১তম আইপিএল নিলামের আসর বসেছে বেঙ্গালুরুতে। নৌবাহিনীর রবীন চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ‘হ্যাপি নিউ ইয়ার ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং চেস টুর্নামেন্টে’ বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবীন ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আনিসুজ্জামান মল্লিক রানারআপ এবং ইসফট এরিনা চেস ক্লাবের উতেন তৃতীয় হন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অন্যতম উপদেষ্টা এবং শব্দমেলা সাহিত্য-সংস্কৃতি পরিষদের আহ্বায়ক কবি আনোয়ার মজিদ।
×