ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাশকতা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না ॥ বিমানমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৯, ২৮ জানুয়ারি ২০১৮

নাশকতা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না ॥ বিমানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৭ জানুয়ারি ॥ বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নাশকতা, ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। বাংলার জনগণ তা হতে দেবে না। তার সে পরিকল্পনা জনগণ বাস্তবায়ন করতে দেবে না। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জনগণ আবার ক্ষমতায় বসাবে। তিনি শনিবার দুপুরে লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অভিভাবক সমাবেশ তাকে দেয়া সংবর্ধনা সভায় এসব কথা বলেন। এর আগে তিনি আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুল হাসান রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মন্ত্রী পতœী ফেরদৌসী কামাল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিজন বিহারী ঘোষ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, মাস্টার আব্দুল হালিম, ফজলুর রহমান ঢালি, এ্যাভভোকেট রাসেল মাহমুদ মান্না, নজরুল ইসলাম ভুলু, ছাত্র নেতা জিসাদ আল নাহিয়ান প্রমুখ। মাগুরায় ৬তলা থেকে পড়ে ভারতের নাগরিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ জানুয়ারি ॥ শনিবার সকালে মাগুরা শহরের ৬ তলা ভবন থেকে পড়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত ভারতীয় নাগরিক হচ্ছে গোবিন্দ ভট্টাচার্য (৩৫)। সে ভারতের কলকাতার মৃত ধীরেন্দ্র নাথ ভট্টাচার্যের ছেলে। পুলিশ এঘটনায় পৌর এলাকার নিজনান্দুয়াী গ্রামের জনি নামে এক যুবককে আটক করেছে। পুলিশ বলছে পাওনা টাকার জন্য তাকে আটক রাখা হয়েছিল সেখান থেকে পালাতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। জানা যায়, সকালে শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত একটি ৬ তলা ভবন থেকে পড়ার শব্দ পেয়ে এলাকাবাসী গিয়ে দেখে সড়কের উপর একটি লাশ পড়ে রয়েছে। লাশটি ভারতীয় নাগরিক গোবিন্দ ভট্টাচার্যের বলে পুলিশ শনাক্ত করেছে।
×