ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় কীর্তিমানদের নিয়ে গল্পের আসর

প্রকাশিত: ০৭:২২, ২৭ জানুয়ারি ২০১৮

নেত্রকোনায়  কীর্তিমানদের নিয়ে গল্পের আসর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ জানুয়ারি ॥ কেউ বিচারপতি, সচিব অথবা উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা। আবার কেউ মন্ত্রী, এমপি, অন্যান্য স্তরের জনপ্রতিনিধি বা সুশীল সমাজের প্রতিনিধি। আবার কেউ কেউ সাহিত্য ও সংস্কৃতি কর্মী। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বরত এমন শতাধিক কীর্তিমান মানুষকে নিয়ে শুক্রবার দিনভর ব্যতিক্রম এক গল্পের আসর অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। ‘নেত্রকোনার গৌরবোজ্জ্বল অতীত, বর্তমান ও ভবিষ্যত উন্নয়ন’ ভাবনাকে সামনে রেখে স্থানীয় জেলা পরিষদ এ গল্পের আসরের আয়োজন করে। জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ গল্পের আসরের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। সভাপতি বা প্রধান অতিথি বিহীন এ আসরের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন : সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, ছবি বিশ্বাস এমপি, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু এমপি, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত ও প্রদীপ চক্রবর্তী, প্রাবন্ধিক যতীন সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ফজলুর রহমান, ডিএমপির উপপুলিশ কমিশনার প্রলয় জোয়ারদার, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোশতাক আহমেদ, ময়মনসিংহ বিভাগ আন্দোলনের আহ্বায়ক এ্যাডভোকেট আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, প্রবীণ চিকিৎসক ডাঃ এম এ হামিদ প্রমুখ। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মুক্ত আলোচনায় বক্তারা নেত্রকোনার লোকসাহিত্য ও সংস্কৃতির নানা বিষয়ের পাশাপাশি স্থানীয় উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন।
×