ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কম্পিউটার কাউন্সিল পেল ওপেন গ্রুপ প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড

প্রকাশিত: ০৪:৪৯, ২৬ জানুয়ারি ২০১৮

কম্পিউটার কাউন্সিল পেল ওপেন গ্রুপ প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার ॥ অনলাইনে সরকারী তথ্য ও সেবা পাওয়ার জন্য বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার (বিএনইএ) শীর্ষক প্লাটফরম উদ্ভাবনের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে (বিসিসি) ‘ওপেন গ্রুপ প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান করা হয়েছে। এলআইসিটি প্রকল্প নিয়োজিত যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট এ্যান্ড ইয়ংয়ের (ইওয়াই) সহযোগিতায় সরকারী তথ্য ও সেবা অনলাইনে এক জায়গা থেকে পাওয়া ও সহজলভ্য করার জন্য বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার প্লাটফরমের উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, ৫৮০ সদস্যের গ্লোবাল কনসোর্টিয়াম ‘ওপেন গ্রুপ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হেটাল সোমপুরা গত ১৬ জানুয়ারি এক চিঠিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বিসিসির লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এ্যান্ড গবর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের উপ-পরিচালক তারেক এম বরকতউল্লাহকে উদ্ভাবন ও উৎকর্ষ ক্যাটাগরিতে বিসিসির প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্তির তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ব্যাঙ্গালোরের রবি শঙ্কর প্রসাদ লিলা প্যালেসে বিসিস’র প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করবেন।
×