ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দর বাড়ার শীর্ষে উসমানিয়া গ্লাস শীট

প্রকাশিত: ০৪:৪২, ২৬ জানুয়ারি ২০১৮

দর বাড়ার শীর্ষে উসমানিয়া গ্লাস শীট

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ১১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি দুই হাজার ৩৪১ বারে ৫ লাখ ৬২ হাজার ১২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২১ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৩৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮৯৫ বারে ৯ লাখ ২ হাজার ৩৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি ফিন্যান্স ১ টাকা ১ পয়সা বা ৪ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ল্যাম্পস, রেকিট বেনকিজার, মালেক স্পিনিং, রূপালী ব্যাংক, ফ্যাস ফিন্যান্স, ন্যাশনাল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে মেট্রো স্পিনিং অর্খনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। ক্যাটাগরি পরিবর্তন হলেও এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য কোন ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ফলে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আগামী রবিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত সার্কুলার অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোন সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য প্রথম ৩০ দিন মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।
×