ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গত এক মাসে ব্যাংকের গড় দর কমেছে ৫.৮০ শতাংশ

প্রকাশিত: ০৬:১৭, ২২ জানুয়ারি ২০১৮

গত এক মাসে ব্যাংকের গড় দর কমেছে ৫.৮০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে বর্তমানে ব্যাংক খাতের শেয়ার পতনে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১ মাসে ৯৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর কমেছে। এক্ষেত্রে ব্যাংকগুলোর গড় শেয়ার দর কমেছে ৫.৮০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১ মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টি বা ৯৩.৩৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর কমেছে। আর ২টি বা ৬.৬৭ শতাংশ ব্যাংকের শেয়ার দর বেড়েছে। সবশেষে ৩০ ব্যাংকের গড় পতন হয়েছে ৫.৮০ শতাংশ হারে। দেখা গেছে, গত ১ মাসে সবচেয়ে বেশি দর পতন হয়েছে যৌথভাবে এবি ব্যাংক ও সিটি ব্যাংকের শেয়ারে। এই ২ ব্যাংকের শেয়ার দর কমেছে ১৪ শতাংশ করে। এরপরে ১২ শতাংশ কমে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক। আর তৃতীয় অবস্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ার দর কমেছে ১১ শতাংশ। গত এক মাসে এবি ব্যাংকের দর কমেছে ১৪ শতাংশ, সিটি ব্যাংক ১৪ শতাংশ, ঢাকা ব্যাংক ১২ শতাংশ, প্রাইম ব্যাংক ১১ শতাংশ, ইস্টার্ন ব্যাংক ১০ শতাংশ, ওয়ান ব্যাংক ৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক ৮ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৮ শতাংশ, উত্তরা ব্যাংক ৭ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংক ৭ শতাংশ, ডাচ বাংলা ব্যাংক ৬ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৬ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংক ৬ শতাংশ, সাউথ ইস্ট ব্যাংক ৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৬ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ৬ শতাংশ, ব্র্যাক ব্যাংক ৫ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৫ শতাংশ, এক্সিম ব্যাংক ৪ শতাংশ, যমুনা ব্যাংক ৪ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংক ৪ শতাংশ, পূবালী ব্যাংক ৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ৪ শতাংশ, ব্যাংক এশিয়া ৩ শতাংশ, এনসিসি ব্যাংক ৩ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২ শতাংশ, রূপালী ব্যাংক ১ শতাংশ, ইসলামী ব্যাংক ১ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক ১ শতাংশ। অর্থাৎ গত ১ মাসে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের গড় ৫.৮০ শতাংশ দর কমেছে। জানা গেছে, গত এক মাস ধরে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ডিসেম্বর ক্লোজিংকে কেন্দ্র করে শেয়ার দর কমতে থাকে। যদিও বছর শেষে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা আগের তুলনায় বেশ বেড়েছে। বেশিরভাগ ব্যাংকেরই আগের তুলনায় মুনাফা বেড়েছে। কিন্তু শেয়ার দর অব্যাহতভাবে কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, গত এক বছরে বেশিরভাগ ব্যাংকের দর বেড়েছে দ্বিগুণের বেশি। মূলত তারল্য প্রবাহ বাড়ার কারণেই ব্যাংকের শেয়ার দরের চাহিদা ছিল। কিন্তু সম্প্রতি নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের এডি রেশিও কমানোর ঘোষণায় বাজারে নেতিবাচক প্রবণতা বিরাজ করছে। এই কারণেই ক্রমাগতভাবে ব্যাংকের শেয়ারের দর কমছে।
×