ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দু’দিনের সফরে চরফ্যাশনে যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৪:৫৫, ২২ জানুয়ারি ২০১৮

দু’দিনের সফরে  চরফ্যাশনে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২১ জানুয়ারি ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভোলার চরফ্যাশনে আসছেন। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব জান্নাতুন নাঈম স্বাক্ষরিত এক পত্রের বরাত দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৪ জানুয়ারি দুপুর সোয়া ২টায় চরফ্যাশনে আইফেল টাওয়ারের আদলে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক ও সুউচ্চ ‘জ্যাকব টাওয়ার’-এর উদ্বোধন করবেন। এরপর তিনি অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রী কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ এবং রসুলপুর-এওয়াজপুর মৈত্রী সেতু উদ্বোধন করবেন। বিকেল সোয়া তিনটায় চরফ্যাশন সরকারী টি.বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরফ্যাশন পৌরসভা আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি এবং পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হাসেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। সমাবেশ শেষে রাষ্ট্রপতি পর্যটন দ্বীপ চর কুকরি-মুকরি বন বিভাগের রেস্ট হাউসে রাত্রিযাপন করবেন এবং রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরের দিন ২৫ জানুয়ারি সকাল ১০টায় কুকরি-মুকরি পর্যটন কেন্দ্র ও ইকোপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা সাড়ে ১১টায় বাংলাবাজারে নির্মিত স্বাধীনতা জাদুঘরের উদ্বোধন ও ১২টায় ফাতেমা খানম ডিগ্রী কলেজে সুধী সমাবেশে যোগদান করবেন। এরপর হেলিকপ্টারযোগে বঙ্গবভনের উদ্দেশে ভোলা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির চরফ্যাশন ও ভোলা সফরকে ঘিরে গোটা ভোলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রপতি গত ১৬ ও ১৭ জানুয়ারি চরফ্যাশনে সফর করার কথা থাকলেও অনিবার্য কারণে তা বাতিল করে ২৪ ও ২৫ জানুয়ারি রাখা হয়।
×