ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে কলেজের মাঠ দখল করে বাউন্ডারি ওয়াল

প্রকাশিত: ০৪:২৩, ২২ জানুয়ারি ২০১৮

বাউফলে কলেজের  মাঠ দখল করে বাউন্ডারি ওয়াল

নিজস্ব সংবাদদাতা, বউফল, ২১ জানুয়ারি ॥ বাউফলে এক শিল্পপতি কাম বিএনপি নেতার বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা দিয়েছেন তারই প্রতিষ্ঠিত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০ টার দিকে শিক্ষক ও কয়েক শ’ শিক্ষার্থীরা ওই বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা দেন। এ সময় তারা ভাংচুর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। জানা গেছে, দি ডেল্টা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাউফল উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার তার নামে প্রতিষ্ঠিত মহিলা কলেজের উত্তর পাশের রেকর্ডিও জায়গায় কয়েক দিন আগে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করেন। মহিলা কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম অভিযোগ করেন, বিএনপি নেতা যে জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন সেই জায়গা কলেজের খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়াও তার সঙ্গে কলেজের জমি নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তি হয়নি। সেখানে তিনি কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করেন। আমি ওই কাজের দায়িত্বে থাকা এনোয়েত হোসেন খানকে কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করেছি। কিন্তু তিনি সেই অনুরোধ উপেক্ষা করে গত কয়েক দিন ধরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে ওই নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এনায়েত হোসেন খান বলেন, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার তার রেকর্ডিও জায়গায় একটি কওমি মাদ্রাসা নির্মাণের জন্য কয়েকদিন আগে বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ শুরু করেন। রবিবার কাজ চলাকালীন সময় সকাল ১০ টার দিকে অধ্যক্ষ মমতাজ বেগমের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা এসে নির্মাণ কাজে বাধা দেয়। তারা আমাকে মারধর করে এক পর্যায়ে নির্মাণ কাজে ভাংচুর চালায় এবং নির্মাণ সামগ্রী নিয়ে যায়। তিনি এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে অভিযুক্ত করে বাউফল থানায় একটি এজাহার দাখিল করেছেন বলে জানান।
×