ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শত মেগাওয়াটের বিদ্যুত

বরেন্দ্রর চাষীরা দারুণভাবে উপকৃত হবে

প্রকাশিত: ০৫:৪৬, ২১ জানুয়ারি ২০১৮

বরেন্দ্রর চাষীরা দারুণভাবে উপকৃত হবে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শেষ পর্যন্ত অনেক চড়াইউতরায় পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জের এক শত মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১০ ডিসেম্বর রবিবার। ভূমি উন্নয়নে দীর্ঘ সময় নিলেও এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শেখ হাসিনা ১৬ মে ২০১৫। আমনুরায় ১০ একর জমির ওপর কেন্দ্রের নির্মাণ কাজ করা হয়েছে। কেন্দ্রটি নির্মাণের সময় ব্যয় ধরা হয়েছিল ১১শ’ ১৩ কোটি টাকা। পরবর্তীতে ব্যয় কিছুটা বাড়লেও জনগণ দারুণভাবে উপকৃত হয়েছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হুবেই’ ১৫ মাসের কিছু বেশি সময় নিয়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করেছে।
×