ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবম গ্যাপেক্সপো শুরু হচ্ছে ২৪ জানুয়ারি

প্রকাশিত: ০৫:৪৬, ২১ জানুয়ারি ২০১৮

নবম গ্যাপেক্সপো শুরু হচ্ছে ২৪ জানুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি নির্ভরশীলতা কাটিয়ে এবং দেশীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন গার্মেন্ট এক্সেসরিজ সরাসরি বিদেশে রফতানি করছে। দিন দিন এ পণ্যের চাহিদা দেশীয় ও বিদেশী মার্কেটে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান চাহিদা ও রফতানি আয়ের প্রবৃদ্ধির কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এ বছরও রফতানির বহুমুখীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে নবমবারের মতো গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং এক্সপজিশন (গ্যাপেক্সপো)-২০১৮ আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিকমানের চার দিনব্যাপী এ মেলা ২৪ জানুয়ারি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলার তৃতীয় দিনে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশী-বিদেশী রিসোর্স পারসনরা তাদের মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করবেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। বিজিএপিএমইএ, এএসকে ট্রেড এ্যান্ড এক্সিবিশন প্রাঃ লিমিটেড এবং জাকারিয়া ট্রেড এ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল যৌথভাবে মেলার আয়োজন করবে। ‘সময়ের পরিবর্তনে বাংলাদেশ বিশ্বের পোশাক ক্রেতাদের জন্য পোশাক পণ্য ক্রয়ের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। অন্যদিকে দেশীয় চাহিদা মিটিয়ে গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রস্তুতকারীরা সরাসরি রফতানি করছে বিশ্বের অন্যান্য দেশে’ বলেছেন বিজিএপিএমইএ’র সভাপতি মোঃ আবদুল কাদের খান।
×